হাসপাতালের সামনে নেতাকর্মীর ভিড়
স্ট্রিম প্রতিবেদক

ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংকটাপন্ন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালের সামনে আসছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বের হওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। গঠিত মেডিকেল বোর্ড সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করছে।
মঈন খান বলেন, ‘আপনারা শুনেছেন একটু আগে মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছেন। তারা প্রয়োজনীয় যা যা করা দরকার, ব্যবস্থা নিচ্ছেন। তাদের চেষ্টার কোনো কমতি নেই।’
তিনি আরও বলেন, ‘নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার অসুস্থতার প্যারামিটারগুলো স্টাডি করছেন বোর্ড এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।
পরে গভীর রাতে আসিফ নজরুল ফেসবুক পোস্টে বলেছেন, ‘এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।’
সরেজমিন শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়। তাঁরা মূলত বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতেই হাসপাতালের সামনে অপেক্ষা করছেন।
শুক্রবার সন্ধ্যায় উদ্বেগ জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়ায় প্রধান উপদেষ্টা ধন্যবাদ ও কৃতজ্ঞা জানিয়েছেন।
এছাড়া শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর আমির ফেসবুক পোস্টে লিখেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। আল্লাহতায়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সব কষ্ট সহজ করে দেন এবং তাঁর জন্য উত্তম ব্যবস্থা করে দেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংকটাপন্ন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালের সামনে আসছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বের হওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। গঠিত মেডিকেল বোর্ড সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করছে।
মঈন খান বলেন, ‘আপনারা শুনেছেন একটু আগে মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছেন। তারা প্রয়োজনীয় যা যা করা দরকার, ব্যবস্থা নিচ্ছেন। তাদের চেষ্টার কোনো কমতি নেই।’
তিনি আরও বলেন, ‘নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার অসুস্থতার প্যারামিটারগুলো স্টাডি করছেন বোর্ড এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।
পরে গভীর রাতে আসিফ নজরুল ফেসবুক পোস্টে বলেছেন, ‘এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।’
সরেজমিন শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়। তাঁরা মূলত বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতেই হাসপাতালের সামনে অপেক্ষা করছেন।
শুক্রবার সন্ধ্যায় উদ্বেগ জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়ায় প্রধান উপদেষ্টা ধন্যবাদ ও কৃতজ্ঞা জানিয়েছেন।
এছাড়া শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর আমির ফেসবুক পোস্টে লিখেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। আল্লাহতায়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সব কষ্ট সহজ করে দেন এবং তাঁর জন্য উত্তম ব্যবস্থা করে দেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৪ ঘণ্টা আগে
প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন।
৫ ঘণ্টা আগে
দুই শ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেছেন।
৮ ঘণ্টা আগে
মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
৯ ঘণ্টা আগে