leadT1ad

রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুমের মনোনয়ন বাতিল

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৩: ৫৭
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-৫ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দিদার ভূঁইয়া বলেন, 'আজ বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কাইয়ুম ভাইয়ের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

এটা আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে।'

ঠিক কী কারণে মনোনয়ন বাতিল হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'কিশোরগঞ্জে হাসনাত কাইয়ুম ভাইয়ের গ্রামের বাড়িতে পুলিশসহ খোঁজ নিতে যায় কর্মকর্তারা। পুলিশ দেখে কাইয়ুম ভাইয়ের মা ঘাবড়ে যান এবং তার ছেলে (কাইয়ুম) রাজনীতিতে জড়িত না, এসব তথ্য দেন। এর ফলে ওনার মনোনয়নপত্র বাতিল করেছে।'

যাচাই-বাছাইয়ের জন্য বাড়িতে পুলিশ নিয়ে যাওয়া এবং পুলিশসহ ভোটারদের কাছ থেকে তথ্য চাওয়াটা অন্যায় হিসেবে দেখছেন দিদার ভূঁইয়া।

দিদার ভূঁইয়া আরও বলেন, 'আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসনাত কাইয়ুমের সঙ্গে অন্যায়ের বিষয়টি জাতির সামনে তুলে ধরব।'

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন দলটির সভাপতি হাসনাত কাইয়ুম।

বিএনপির যুগপৎ আন্দোলনের শরীক দল ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন। ছয় দলের মোর্চা 'গণতন্ত্র মঞ্চ'র অন্যতম দলও এটি। গণতন্ত্র মঞ্চের ছয় দলের মধ্যে গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্য বিএনপির সঙ্গে নির্বাচনী জোটের অংশ হয়েছে।

এ ছাড়া গত ৭ ডিসেম্বর রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিন দলের নির্বাচনী জোটের আত্মপ্রকাশ ঘটে। দল তিনটি হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই তিন দল থেকে এনসিপি ও এবি পার্টি ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোটে অংশ নিয়েছে।

বিষয়:

মনোনয়ন
Ad 300x250

সম্পর্কিত