leadT1ad

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাভার এনসিপি নেতা তামিম আজহারকে সাময়িক অব্যাহতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০০: ৫০
তামিম আজহার। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সিনিয়র নেতার সঙ্গে অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির সদস্য তামিম আজহারকে দলীয় সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত তামিম আজহারের বিরুদ্ধে দলের একজন সিনিয়র নেতার সঙ্গে অসদাচরণ, অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী তিন কার্যদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে তামিম আজহারকে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তামিমের ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা হিসেবে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে তামিম আজহার গণমাধ্যমকে বলেন, ‘দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ভুলবশত একজন সিনিয়র নেতার সঙ্গে আমি অসদাচরণ করে ফেলেছি। আমি খুব দ্রুতই আমার ভুলের কথা স্বীকার করে দলের কাছে লিখিত ব্যাখ্যা দেব।’

Ad 300x250

সম্পর্কিত