leadT1ad

ইসলামী আন্দোলনকে নিয়ে ‘বিভ্রান্তিমূলক মন্তব্য’ না করার অনুরোধ জামায়াতের আমিরের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২: ৫৬
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করে জামায়াতে ইসলামীসহ ১১ দল। এরপর জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি জানাতে গিয়ে ১১ দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে ‘অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি’ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি উল্লেখ করে ‘সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের’ তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফেসবুক পোস্টে জামায়াতের আমির ‘সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের’ উদ্দেশে বলেন, ‘আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই—সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন।’

Ad 300x250

সম্পর্কিত