স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় ‘নির্বাচনী ঐক্যে’ থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের বরাদ্দের ৩০টি আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে মৌলভীবাজার-৪ আসন জোটের অন্য প্রার্থীর জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে দলটি।
এর আগে ১০ দলের পক্ষ থেকে ২৫৩টি আসনে সমঝোতার কথা জানানো হয়। বাকি ৪৭টি আসন খালি রাখা হয়েছিল ইসলামী আন্দোলনের প্রার্থীদের জন্য। তবে চরমোনাই পীরের দল শেষ পর্যন্ত জোটে না আসায় বাকি আসনগুলোর কয়েকটি এনসিপি পেতে পারে বলে আলোচনা ছিল।
এর মধ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা গণমাধ্যমে পাঠান। তিনি বলেন, ‘৩০টি আসনেই নির্বাচন করবে এনসিপি। আসন আর বাড়ছে না। ৩০টি আসনের মধ্যে ১টি আসন জোটের অন্য প্রার্থীদের জন্যও উন্মুক্ত থাকবে।’
চূড়ান্ত তালিকায় দেখা যায়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ ও সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ ও সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন।
ঢাকা জেলায় ৬টি আসন চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা-৮ আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ ও ঢাকা-৯ আসনে জাবেদ রাসিন মনোনয়ন পেয়েছেন।
বিভাগের অন্য জেলার মধ্যে নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, গাজীপুর-২ আসনে আলী নাছের খান, রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী ও মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগ থেকে প্রার্থী হয়েছেন ৬ জন। এর মধ্যে নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এবং চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ লড়বেন।
রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, দিনাজপুর-৫ আসনে আবদুল আহাদ এবং নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির মনোনয়ন পেয়েছেন। রংপুর বিভাগের কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ চূড়ান্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, নেত্রকোণা- ২ আসনে ফাহিম পাঠান, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ এবং পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিনকে প্রার্থী করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় ‘নির্বাচনী ঐক্যে’ থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের বরাদ্দের ৩০টি আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে মৌলভীবাজার-৪ আসন জোটের অন্য প্রার্থীর জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে দলটি।
এর আগে ১০ দলের পক্ষ থেকে ২৫৩টি আসনে সমঝোতার কথা জানানো হয়। বাকি ৪৭টি আসন খালি রাখা হয়েছিল ইসলামী আন্দোলনের প্রার্থীদের জন্য। তবে চরমোনাই পীরের দল শেষ পর্যন্ত জোটে না আসায় বাকি আসনগুলোর কয়েকটি এনসিপি পেতে পারে বলে আলোচনা ছিল।
এর মধ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা গণমাধ্যমে পাঠান। তিনি বলেন, ‘৩০টি আসনেই নির্বাচন করবে এনসিপি। আসন আর বাড়ছে না। ৩০টি আসনের মধ্যে ১টি আসন জোটের অন্য প্রার্থীদের জন্যও উন্মুক্ত থাকবে।’
চূড়ান্ত তালিকায় দেখা যায়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ ও সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ ও সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন।
ঢাকা জেলায় ৬টি আসন চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা-৮ আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ ও ঢাকা-৯ আসনে জাবেদ রাসিন মনোনয়ন পেয়েছেন।
বিভাগের অন্য জেলার মধ্যে নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, গাজীপুর-২ আসনে আলী নাছের খান, রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী ও মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগ থেকে প্রার্থী হয়েছেন ৬ জন। এর মধ্যে নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এবং চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ লড়বেন।
রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, দিনাজপুর-৫ আসনে আবদুল আহাদ এবং নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির মনোনয়ন পেয়েছেন। রংপুর বিভাগের কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ চূড়ান্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, নেত্রকোণা- ২ আসনে ফাহিম পাঠান, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী, মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ এবং পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিনকে প্রার্থী করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে উপস্থিত না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বিভিন্ন হলের ৩৩ জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস ২৯টি সংসদীয় আসনে নির্বাচন করবে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রিকশা প্রতীকের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।
২০ মিনিট আগে
বিগত আওয়ামী দুঃশাসনের সময় দেশে ‘অলিগার্ক’ বা প্রভাবশালী চক্রের প্রাধান্য তৈরি হয়েছিল। তারা ব্যাংক থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে ব্যাপক লুটতরাজ চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
২৮ মিনিট আগে
রাজধানীর করাইল বস্তিবাসীর উদ্দেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ‘আমি আপনাদেরই সন্তান, সুখে-দুঃখে পাশে থাকব।’
৪১ মিনিট আগে