leadT1ad

তারেক রহমানের স্মৃতিসৌধ যাত্রা

দিন গড়িয়ে নেমেছে রাত, তবুও আগ্রহ কমেনি একবিন্দু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪২
তারেক রহমানের আগমন উপলক্ষে দুপুরের আগ থেকেই অপেক্ষায় রয়েছেন জাতীয় স্মৃতিসৌধ এলাকায় অবস্থানকারী নেতা-কর্মীরা। স্ট্রিম ছবি

শুক্রবার সকালে মানিকগঞ্জ থেকে সাভারের স্মৃতি সৌধ এলাকায় তারেক রহমানকে দেখতে এসেছেন শুকুর আলী। হাতে ধানের শীষ, উদ্দেশ্য একনজর নিজ চোখে দেখবেন জিয়াউর রহমানের সন্তানকে। দিন গড়িয়ে রাত নামার পরও জনসমাগম কমেনি একবিন্দুও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এভাবেই অধীর আগ্রহে দুপুরের আগ থেকেই অপেক্ষায় রয়েছেন জাতীয় স্মৃতিসৌধ এলাকায় অবস্থানকারী নেতা-কর্মীরা।

বিকাল ৪টা নাগাদ পৌঁছানোর কথা থাকলেও ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশ জুড়ে হাজারো নেতাকর্মীর ভিড় ঠেলে তারেক রহমানের গাড়িবহর আসতে দেরি হচ্ছে। তারেক রহমানের আগমনের খবরে দুপুরের আগ থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশসহ স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক জনসমাগম হয়েছে। কিছুসময় পর পর তাঁরা তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছেন—তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।

স্মৃতিসৌধ এলাকায় অপেক্ষমান গাজীপুর থেকে আসা স্বেচ্ছাসেবক দলের কর্মী আল-আমিন স্ট্রিমকে বলেন, 'আজকে এতবছর পর নেতা দেশে আসছেন, যত রাতই হোক না কেন, নেতাকে দেখে বাড়ি যাবো।’

ধামরাই থেকে আশা ছাত্রদল কর্মী সোহাগ স্ট্রিমকে বলেন, 'আমার জ্ঞান হওয়ার পর থেকে শুনে আসছি তারেক রহমান বিদেশে আছেন। আমাদের অনেক অপেক্ষার পর উনি আসছেন। দুপুর থেকে এখানে দাঁড়িয়ে আছি নেতাকে দেখার জন্য।’

এ দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান; বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর প্রমুখ।

তবে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শ্রদ্ধা নিবেদনের সুযোগ না থাকলেও অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের সাথে দেখা করতে তারেক রহমান স্মৃতিসৌধে আসবেন।

Ad 300x250

সম্পর্কিত