leadT1ad

তারেক রহমানের চেয়ে নিজেকে জনপ্রিয় দাবি জামায়াত প্রার্থীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২০: ৪১
মনোনয়নপত্র জমা দিচ্ছেন জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের চেয়ে নিজেকে জনপ্রিয় দাবি করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পর সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে খালিদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এখানে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে সমর্থকদের নিয়ে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান নিজে উপস্থিত ছিলেন।

খালিদুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনে তারেক রহমানকে তিনি বিন্দুমাত্র চ্যালেঞ্জ মনে করছেন না। কারণ এ আসনে বিএনপি তাদের প্রার্থী পরিবর্তন করেছে। ফলে এখন তিনিই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

খালিদুজ্জামান বলেন, ‘আমার যে ব্যক্তিগত রিপোর্ট আছে, আমার যে ব্যক্তিগত প্রোফাইল, পার্সোনালি আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। এই এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন। এখানে আমার জনপ্রিয়তা দেখে বিএনপি সমর্থিত আগের প্রার্থী অন্য জায়গায় চলে গেছেন।’

তিনি আরও বলেন, ‘একজনের আয় হওয়ার কথা ছিল ১০ কোটি টাকা। তিনি হলফনামায় দেখিয়েছেন ১ কোটি টাকা। তিনি রাজস্ব ফাঁকি দিচ্ছেন কিনা আসা দরকার। একজন প্রার্থী ১ কোটি টাকার আয় থেকে কীভাবে ১০ কোটি টাকার গাড়িতে চড়ে, তাও আসা দরকার।’

Ad 300x250

সম্পর্কিত