স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের চেয়ে নিজেকে জনপ্রিয় দাবি করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পর সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে খালিদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এখানে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে সমর্থকদের নিয়ে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান নিজে উপস্থিত ছিলেন।
খালিদুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনে তারেক রহমানকে তিনি বিন্দুমাত্র চ্যালেঞ্জ মনে করছেন না। কারণ এ আসনে বিএনপি তাদের প্রার্থী পরিবর্তন করেছে। ফলে এখন তিনিই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
খালিদুজ্জামান বলেন, ‘আমার যে ব্যক্তিগত রিপোর্ট আছে, আমার যে ব্যক্তিগত প্রোফাইল, পার্সোনালি আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। এই এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন। এখানে আমার জনপ্রিয়তা দেখে বিএনপি সমর্থিত আগের প্রার্থী অন্য জায়গায় চলে গেছেন।’
তিনি আরও বলেন, ‘একজনের আয় হওয়ার কথা ছিল ১০ কোটি টাকা। তিনি হলফনামায় দেখিয়েছেন ১ কোটি টাকা। তিনি রাজস্ব ফাঁকি দিচ্ছেন কিনা আসা দরকার। একজন প্রার্থী ১ কোটি টাকার আয় থেকে কীভাবে ১০ কোটি টাকার গাড়িতে চড়ে, তাও আসা দরকার।’

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের চেয়ে নিজেকে জনপ্রিয় দাবি করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পর সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে খালিদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এখানে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে সমর্থকদের নিয়ে জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান নিজে উপস্থিত ছিলেন।
খালিদুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনে তারেক রহমানকে তিনি বিন্দুমাত্র চ্যালেঞ্জ মনে করছেন না। কারণ এ আসনে বিএনপি তাদের প্রার্থী পরিবর্তন করেছে। ফলে এখন তিনিই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
খালিদুজ্জামান বলেন, ‘আমার যে ব্যক্তিগত রিপোর্ট আছে, আমার যে ব্যক্তিগত প্রোফাইল, পার্সোনালি আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। এই এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন। এখানে আমার জনপ্রিয়তা দেখে বিএনপি সমর্থিত আগের প্রার্থী অন্য জায়গায় চলে গেছেন।’
তিনি আরও বলেন, ‘একজনের আয় হওয়ার কথা ছিল ১০ কোটি টাকা। তিনি হলফনামায় দেখিয়েছেন ১ কোটি টাকা। তিনি রাজস্ব ফাঁকি দিচ্ছেন কিনা আসা দরকার। একজন প্রার্থী ১ কোটি টাকার আয় থেকে কীভাবে ১০ কোটি টাকার গাড়িতে চড়ে, তাও আসা দরকার।’

আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও লুটতরাজের বিরুদ্ধে এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদী যাত্রা’র ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পালিত হবে।
৮ ঘণ্টা আগে
রাজনীতি করার জন্য বিএনপির কোনো গুপ্ত কৌশলের দরকার হয় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমাদের কোনো গুপ্ত কৌশলের দরকার নেই।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিশেষ মহলের ইন্ধনে বিভিন্ন জেলায় তুচ্ছ ও অহেতুক কারণে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সিনিয়র নেতার সঙ্গে অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির সদস্য তামিম আজহারকে দলীয় সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে।
১ দিন আগে