leadT1ad

গুলশানে রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কার্যালয়ে তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

দেশে ফিরে টানা কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে আজ রোববার (২৮ ডিসেম্বর) পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি না থাকায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন তিনি।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক লাইভ ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ২টার কিছু আগে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। এসময় দলীয় নেতাকর্মী ও তার ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘দীর্ঘ প্রতীক্ষার অবসান। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার চেয়ারপারসন কার্যালয়ে প্রবেশ করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

এর আগে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষও প্রস্তুত করা হয়। মহাসচিবের আগের কক্ষটি সংস্কার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষ হিসেবে ব্যবহার করা হবে। আর ভবনটির নীচ তলায় মহাসচিবের জন্য নতুন করে একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য।

Ad 300x250

সম্পর্কিত