leadT1ad

৫ আগস্টের পরিবর্তন রাজনীতির পাশাপাশি মানুষের ভাগ্যেও হতে হবে: তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২০: ২৪
শনিবার টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্ট্রিম ছবি

চব্বিশের গণঅভ্যুত্থান যে পরিবর্তন এনেছে তা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষের ভাগ্যেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট যে পরিবর্তন হয়েছে, এটি শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না, মানুষের ভাগ্য পরিবর্তন হতে হবে। ১২ তারিখের নির্বাচন শুধু নির্বাচনের দিন হলে চলবে না; এটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। সঠিক মার্কায়, সঠিক ব্যক্তিকে ভোট দেওয়ার মাধ্যমে আপনারা এই পরিবর্তন করতে পারবেন।’

২০২৪ সালের ৫ আগস্ট দল-মত নির্বিশেষে যেভাবে দেশের জনগণ রাজপথে নেমে এসেছিল, একইভাবে ভোটকেন্দ্রে আসার আহবানও জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, আমরা যদি ৫ তারিখের সেই পরিবর্তন চালু না রাখি, ভোট দিয়ে যদি গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত না করি, তাহলে গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে আমরা যেমন গুম, খুন, গায়েবি মামলা দেখেছি, তেমনি দুর্নীতিও দেখেছি। আমরা দেখেছি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি। এই অবস্থার পরিবর্তন করতে হবে।

একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তারেক রহমান বলেন, তাদের লোকজন মা-বোনদের এনআইডি ও বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে। তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা ঘরে গিয়ে মা-বোন ও মুরুব্বিদের সতর্ক করবেন। যারা ভোটের আগেই এসব অনৈতিক কাজ করতে পারে, তারা সুযোগ পেল দেশকে বিক্রি করে দেবে।

নেতাকর্মীদের সকালেই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘শুধু ভোট দিয়ে চলে গেলে হবে না। ২০০৮ সালে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল। ফলাফল পাল্টে দেওয়া হয়েছিল। এবার সেটি হতে দেওয়া যাবে না’।

এ সময় মঞ্চে টাঙ্গাইলের আসনগুলোতে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম (টাঙ্গাইল-১), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), এস এম ওবায়দুল হক (টাঙ্গাইল-৩), লুৎফর রহমান (টাঙ্গাইল-৪), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), রবিউল আওয়াল (টাঙ্গাইল-৬), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭) ও আহমেদ আযম খান (টাঙ্গাইল-৮) উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত