স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সব ধরনের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে বিএনপির প্রেসক্রিপশনে এই আদেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জুলাই জাতীয় সদন বাস্তবায়ন আদেশে নানা ধরনের অস্পষ্টতা রয়েছে। এসব অস্পষ্টতা দূর করে খুবই ক্লিয়ার কাট একটি আদেশ হতে হবে। আর সেটি জনগণের সামনে স্পষ্ট করার দায়িত্ব সরকারের।’
আখতার আরও বলেন, ‘গণভোট প্রসঙ্গে রয়েছে অস্পষ্টতা। চারটি প্রশ্নের একটি উত্তর নিয়ে রয়েছে ধোঁয়াশা। এছাড়া নোট অব ডিসেন্টসহ কি গণভোট হবে নাকি ছাড়া হবে, সেটাও পরিষ্কার করে বলা নাই। আমরা ঐকমত্য কমিশনের বলেছিলাম, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান করতে হবে। সেটা নিয়ে কোনো ধরনের আলাপ আমরা দেখি নাই। এ ছাড়া উচ্চ কক্ষ নিয়ে একটা অস্পষ্টতা রয়েছে। আরও এরকম অসংখ্য অস্পষ্টতা রয়েছে, যেগুলোর অনতিবিলম্বে জনগণের সামনে পরিষ্কার করতে হবে।’
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন আদেশ আমরা চেয়েছিলাম কিন্তু সরকার সেটা সেটা করতে পারে নাই। না করে সরকার বিভিন্ন দলকে সেটা ভাগ করে দিয়েছে বাস্তবায়ন করার জন্য।’
এক প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, ‘আমরা চেয়েছিলাম প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করুক। কিন্তু সেটা না হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করার মাধ্যমে আইনি ভিত্তি পেয়েছে ঠিকই, কিন্তু নৈতিক ভিত্তি পায়নি। এই আদেশ জারি হয়েছে বিএনপির প্রেসক্রিপশনে। আর বিএনপি তো চায়ই ৭২-এর ফ্যাসিবাদী সংবিধান।’
ফ্যাসিবাদীব্যবস্থা বাদ দিয়ে যখন দেখব সরকার নতুন ব্যবস্থার দিকে এই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, তখনই জুলাই সনদে স্বাক্ষর করবে বলেন জানান পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সব ধরনের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে বিএনপির প্রেসক্রিপশনে এই আদেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জুলাই জাতীয় সদন বাস্তবায়ন আদেশে নানা ধরনের অস্পষ্টতা রয়েছে। এসব অস্পষ্টতা দূর করে খুবই ক্লিয়ার কাট একটি আদেশ হতে হবে। আর সেটি জনগণের সামনে স্পষ্ট করার দায়িত্ব সরকারের।’
আখতার আরও বলেন, ‘গণভোট প্রসঙ্গে রয়েছে অস্পষ্টতা। চারটি প্রশ্নের একটি উত্তর নিয়ে রয়েছে ধোঁয়াশা। এছাড়া নোট অব ডিসেন্টসহ কি গণভোট হবে নাকি ছাড়া হবে, সেটাও পরিষ্কার করে বলা নাই। আমরা ঐকমত্য কমিশনের বলেছিলাম, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান করতে হবে। সেটা নিয়ে কোনো ধরনের আলাপ আমরা দেখি নাই। এ ছাড়া উচ্চ কক্ষ নিয়ে একটা অস্পষ্টতা রয়েছে। আরও এরকম অসংখ্য অস্পষ্টতা রয়েছে, যেগুলোর অনতিবিলম্বে জনগণের সামনে পরিষ্কার করতে হবে।’
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন আদেশ আমরা চেয়েছিলাম কিন্তু সরকার সেটা সেটা করতে পারে নাই। না করে সরকার বিভিন্ন দলকে সেটা ভাগ করে দিয়েছে বাস্তবায়ন করার জন্য।’
এক প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, ‘আমরা চেয়েছিলাম প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করুক। কিন্তু সেটা না হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করার মাধ্যমে আইনি ভিত্তি পেয়েছে ঠিকই, কিন্তু নৈতিক ভিত্তি পায়নি। এই আদেশ জারি হয়েছে বিএনপির প্রেসক্রিপশনে। আর বিএনপি তো চায়ই ৭২-এর ফ্যাসিবাদী সংবিধান।’
ফ্যাসিবাদীব্যবস্থা বাদ দিয়ে যখন দেখব সরকার নতুন ব্যবস্থার দিকে এই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, তখনই জুলাই সনদে স্বাক্ষর করবে বলেন জানান পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

‘রাজনীতি যাই করি কাকে ভোট দিবো তা নিয়ে এখনও সন্দিহান রয়েছি। ধরেন, আগে এখানে বিএনপির দুই জন প্রার্থী ছিল। এখন সেটা বাদ দিয়ে নতুন একজন আসছে। আবার স্বতন্ত্র যিনি আছেন তিনিও এই এলাকার সন্তান। জামায়াতের প্রার্থীও ভালো ভূমিকা রাখছে। এ কারণে সিদ্ধান্ত নিতে পারছি না।’
২ ঘণ্টা আগে
বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করছে, এটি প্রতিরণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড না, বাংলাদেশের সংকট এখন অর্থনীতিকে চাঙ্গা করা।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে কারও ঘাড়ে ভর করে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
৪ ঘণ্টা আগে
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি।
৫ ঘণ্টা আগে