স্ট্রিম প্রতিবেদক

আমার বাংলাদেশ (এবি) পার্টির পাঁচ জেলা কমিটি হঠাৎ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা পাঁচটি হচ্ছে— লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলা।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে এবি পার্টি নির্বাচনী আসনগুলোতে ব্যাপক মাত্রায় সাংগঠনিক তৎপরতা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য যেসব আসনে ইতিমধ্যে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেসব আসনে ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা একান্তই অপরিহার্য হয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, যাদেরকে নির্দিষ্ট আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তারা এখন থেকে নিজ নিজ আসনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে। প্রার্থীগণ স্ব-উদ্যোগে নিজ আসনের বিভিন্ন স্তরে কমিটি গঠনের পদক্ষেপ নেবে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাজকে গতিশীল করার জন্য জেলা কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে স্ট্রিমকে জানান দলটি ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম।
তিনি বলেন, ‘জেলা কমিটির মনোনয়ন পায়নি এমনসব নেতাদের সঙ্গে জটিলতা এড়াতে আপাতত কমিটি বিলুপ্ত করা হয়েছে। যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা যেন সানন্দে কাজ করতে পারে এইজন্য এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
গত ১৬ অক্টোবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের ‘প্রাথমিক তালিকা’ ঘোষণা করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির পাঁচ জেলা কমিটি হঠাৎ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা পাঁচটি হচ্ছে— লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলা।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে এবি পার্টি নির্বাচনী আসনগুলোতে ব্যাপক মাত্রায় সাংগঠনিক তৎপরতা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য যেসব আসনে ইতিমধ্যে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেসব আসনে ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা একান্তই অপরিহার্য হয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, যাদেরকে নির্দিষ্ট আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তারা এখন থেকে নিজ নিজ আসনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে। প্রার্থীগণ স্ব-উদ্যোগে নিজ আসনের বিভিন্ন স্তরে কমিটি গঠনের পদক্ষেপ নেবে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাজকে গতিশীল করার জন্য জেলা কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে স্ট্রিমকে জানান দলটি ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম।
তিনি বলেন, ‘জেলা কমিটির মনোনয়ন পায়নি এমনসব নেতাদের সঙ্গে জটিলতা এড়াতে আপাতত কমিটি বিলুপ্ত করা হয়েছে। যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা যেন সানন্দে কাজ করতে পারে এইজন্য এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
গত ১৬ অক্টোবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের ‘প্রাথমিক তালিকা’ ঘোষণা করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৪০ মিনিট আগে
প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে
দুই শ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেছেন।
৫ ঘণ্টা আগে
মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
৬ ঘণ্টা আগে