স্ট্রিম প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশকে ‘ইতিবাচকভাবে’ দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এখন তা বাস্তবায়নে দ্রুত আদেশ জারি করতে হবে।
কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ডা. তাহের। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ সফররত লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, দেশে নির্বাচন আসন্ন, এমন সময়ে পরিবেশ কেমন; নির্বাচন কমিশন ও সরকারের প্রস্তুতি কী; জামায়াতে ইসলামী এই নির্বাচনের পরিবেশকে কীভাবে দেখছে, নির্বাচন নিয়ে জামায়াত কোনো সংকট বোধ করছে কিনা, অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য কী ধরনের প্রস্তুতি দরকার রয়েছে বলে জামায়াত মনে করে ইত্যাদি প্রসঙ্গে প্রতিনিধি দল খোলামেলা আলাপ করেছে।
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের প্রতিনিধিত্ব করা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা মনে করি, কমিশন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের যে সাজেশন (সুপারিশ) দিয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত, এটাই যথার্থ। জাতীয় নির্বাচনের আগেই আলাদাভাবে গণভোট দিতে হবে। কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের ওপরে জনমত, আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় জাতীয় ক্ষমতা নির্ণয়ের নির্বাচন, সুতরাং দুইটার চরিত্রই ভিন্ন।’
নির্বাচনের আগে গণভোট আয়োজনের যুক্তি তুলে ধরে তাহের বলেন, তাদের আশা, জাতীয় নির্বাচন যথাসময়ে হবে। কিন্তু কোনো কারণে নির্বাচন না হলেও জুলাই সনদ পাস করতে হবে। তিনি বলেন, ‘জুলাই সনদ তো সংস্কার। সুতরাং দুইটাকে এক সঙ্গে জুড়ে দেওয়াটা সঠিক মনে করি না। এটা সনদকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যেতে পারে। এই সনদ জাতীর জন্য পরিবর্তনের একটি দলিল।’
তাহের বলেন, ‘গণভোটের সঙ্গে কিছু সিদ্ধান্ত জড়িত আছে, যেমন আপার হাউজ ইলেকশন (উচ্চকক্ষের নির্বাচন)। এটি হলে তো মানুষকে আগেই জানতে হবে যে, আগামী নির্বাচনে আপার হাউজ আছে। যদি একই দিনে (নির্বাচন ও গণভোট) হয়, মানুষ তো জানবে না আপার হাউজ পাস হচ্ছে নাকি হচ্ছে না। কোনো কিছু না জেনে ভোট দেবে কী করে। বলা হচ্ছে, পার্লামেন্ট নির্বাচনে যে হারে ভোট হবে সেই হারে আপার হাউজ গঠিত হবে। তার মানে ভোট হয়ে যাবে আগে, আপার হাউজের জন্ম হবে পরে। তো জন্মের আগেই নাম রাখা... ছেলে নাকি মেয়ে, না জেনে না বুঝে। এটা তো একটা উদ্ভট টাইপের কথা হবে। এ জন্য আমরা বলছি, আগেই গণভোট হতে হবে।’
গণভোট নভেম্বরেই আয়োজন করা সম্ভব জানিয়ে তাহের বলেন, ‘গণভোট আয়োজনে বেশি সময় লাগে না। কারণ এখানে প্রার্থী হওয়া বা বাছাই ইত্যাদির ঝামেলা নেই। শুধু হ্যাঁ আর না থাকবে।’
গণভোট আয়োজনে অর্থ খরচ হতে পারে এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেশের স্বার্থে টাকা খরচ করতে হয়। জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে, টাকা খরচ করে হলেও এটি করা উচিত। কারণ এর মধ্য দিয়ে দেশীয় রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশকে ‘ইতিবাচকভাবে’ দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এখন তা বাস্তবায়নে দ্রুত আদেশ জারি করতে হবে।
কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ডা. তাহের। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ সফররত লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, দেশে নির্বাচন আসন্ন, এমন সময়ে পরিবেশ কেমন; নির্বাচন কমিশন ও সরকারের প্রস্তুতি কী; জামায়াতে ইসলামী এই নির্বাচনের পরিবেশকে কীভাবে দেখছে, নির্বাচন নিয়ে জামায়াত কোনো সংকট বোধ করছে কিনা, অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য কী ধরনের প্রস্তুতি দরকার রয়েছে বলে জামায়াত মনে করে ইত্যাদি প্রসঙ্গে প্রতিনিধি দল খোলামেলা আলাপ করেছে।
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের প্রতিনিধিত্ব করা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা মনে করি, কমিশন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের যে সাজেশন (সুপারিশ) দিয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত, এটাই যথার্থ। জাতীয় নির্বাচনের আগেই আলাদাভাবে গণভোট দিতে হবে। কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের ওপরে জনমত, আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় জাতীয় ক্ষমতা নির্ণয়ের নির্বাচন, সুতরাং দুইটার চরিত্রই ভিন্ন।’
নির্বাচনের আগে গণভোট আয়োজনের যুক্তি তুলে ধরে তাহের বলেন, তাদের আশা, জাতীয় নির্বাচন যথাসময়ে হবে। কিন্তু কোনো কারণে নির্বাচন না হলেও জুলাই সনদ পাস করতে হবে। তিনি বলেন, ‘জুলাই সনদ তো সংস্কার। সুতরাং দুইটাকে এক সঙ্গে জুড়ে দেওয়াটা সঠিক মনে করি না। এটা সনদকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যেতে পারে। এই সনদ জাতীর জন্য পরিবর্তনের একটি দলিল।’
তাহের বলেন, ‘গণভোটের সঙ্গে কিছু সিদ্ধান্ত জড়িত আছে, যেমন আপার হাউজ ইলেকশন (উচ্চকক্ষের নির্বাচন)। এটি হলে তো মানুষকে আগেই জানতে হবে যে, আগামী নির্বাচনে আপার হাউজ আছে। যদি একই দিনে (নির্বাচন ও গণভোট) হয়, মানুষ তো জানবে না আপার হাউজ পাস হচ্ছে নাকি হচ্ছে না। কোনো কিছু না জেনে ভোট দেবে কী করে। বলা হচ্ছে, পার্লামেন্ট নির্বাচনে যে হারে ভোট হবে সেই হারে আপার হাউজ গঠিত হবে। তার মানে ভোট হয়ে যাবে আগে, আপার হাউজের জন্ম হবে পরে। তো জন্মের আগেই নাম রাখা... ছেলে নাকি মেয়ে, না জেনে না বুঝে। এটা তো একটা উদ্ভট টাইপের কথা হবে। এ জন্য আমরা বলছি, আগেই গণভোট হতে হবে।’
গণভোট নভেম্বরেই আয়োজন করা সম্ভব জানিয়ে তাহের বলেন, ‘গণভোট আয়োজনে বেশি সময় লাগে না। কারণ এখানে প্রার্থী হওয়া বা বাছাই ইত্যাদির ঝামেলা নেই। শুধু হ্যাঁ আর না থাকবে।’
গণভোট আয়োজনে অর্থ খরচ হতে পারে এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেশের স্বার্থে টাকা খরচ করতে হয়। জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে, টাকা খরচ করে হলেও এটি করা উচিত। কারণ এর মধ্য দিয়ে দেশীয় রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় ‘বেশ্যাখানা ও মাদকের আড্ডা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যাটায়ার করে দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নারীদের ঘরে বন্দি করার মতো তালা কেনার এত টাকা তাদের নেই।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
২ ঘণ্টা আগে