leadT1ad

নতুন জামা পরলেও ফ্যাসিবাদের পরিণতি হবে আগের মতোই: জামায়াত আমীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৩
নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নতুন রূপ ধরে বা নতুন জামা গায়ে দিয়ে ফ্যাসিবাদ ফিরে আসতে চাইলে তাদের পরিণতি বিগত স্বৈরাচারের মতোই হবে বলে মন্তব্য করেছেন্ন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিগত সাড়ে পনেরো বছরের শাসন দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থীর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমীর বলেন, সমাজে ইনসাফ না থাকায় দুর্নীতিবাজরা দেশের সম্পদ লুট করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়েছে। দলীয় প্রতীক দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে দেশে সন্ত্রাস, দখলদারিত্ব ও দুর্নীতি থাকবে না। যারা নিজেদের কর্মীদের চাঁদাবাজি থেকে বিরত রাখতে পারবে, তারাই কেবল আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে।

বিগত আমলের গুম-খুন ও ‘আয়নাঘর’ তৈরির সমালোচনা করে জামায়াত আমীর বলেন, সারা দেশ রক্ত আর লাশের দেশে পরিণত হয়েছিল। আমরা এসব থেকে মুক্তি চাই।

মিরপুরের স্থানীয় সমস্যা তুলে ধরে ডা. শফিক বলেন, ৮-১০ লাখ মানুষের এই এলাকায় সরকারি হাসপাতাল ও ভালো কলেজ নেই। খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। সমাবেশে আগামী ১২ তারিখের গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমীর।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত