স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে প্রার্থিতার ঘোষণা দিয়েছে ১১ দলের জোট। তবে সংবাদ সম্মেলনে ছিল না জোটের অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া আপাতত কোন দল কত আসনে নির্বাচন করবে সেটি জানানো হয়েছে। আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করা হয়নি।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে চূড়ান্তভাবে আসন বণ্টনের তথ্য দেওয়া হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসনে; বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে; খেলাফত মজলিস ১০ আসনে; নেজামে ইসলাম পার্টি ২ আসনে; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে; জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে; লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭ আসনে; আমার বাংলাদেশ (এবি) পার্টি ৩ আসনে নির্বাচন করবে।’
এদিকে জোটের অন্য দুই শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কতটি আসনে প্রার্থী দেবে তা ঘোষণা করা হয়নি। তবে দল দুটির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘জাগপা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী ঘোষণা আপাতত করা হচ্ছে না। বাকি আসনগুলোর বিষয়ে যখন জানানো হবে তখন এটি আলোচনায় আসতে পারে। আর ইসলামী আন্দোলনের সঙ্গে আসন নিয়ে এখনও আলোচনা চলমান আছে।’
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের মূলত ১১ দলের নির্বাচনী ঐক্য। ১১ দলের সবাই একসঙ্গে আসন্ন নির্বাচনে কাজ করবে বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আছি। যারা ন্যায়ের পক্ষে, সংস্কারের পক্ষে, আমরাই আছি এই ঐক্যে। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য যুব সমাজকে ভোটকেন্দ্রে যেতে হবে। কেউ যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত থাকে তাহলে যুবকরাই সেটার জবাব দেবে। বিগত তিন টার্ম আপনারা ভোট থেকে বঞ্চিত। সুতরাং ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দমতো প্রার্থীকে বাছাই করুন।’
এ সময় তিনি ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের কথা স্মরণ করেন এবং যারা এসব সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘এইবার গণভোটের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। যে যেই আসনেই প্রার্থী থাকুক না কেন আমরা গণভোটের বিষয়টি সামষ্টিকভাবেই প্রচার করব।’
এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বলেন, ‘দেশবাসীর প্রতি আহ্বান জানাই, ভোট দিয়ে প্রমাণ করবেন আপনারা চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতায় চান না।’
এদিকে ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অস্পষ্টতা দূর করতে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবে দলটি।
বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইসলামী আন্দোলন জানায়, নির্বাচনী সমঝোতা বিষয়ে শুক্রবার তারা নিজেদের অবস্থান পরিষ্কার করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে প্রার্থিতার ঘোষণা দিয়েছে ১১ দলের জোট। তবে সংবাদ সম্মেলনে ছিল না জোটের অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া আপাতত কোন দল কত আসনে নির্বাচন করবে সেটি জানানো হয়েছে। আসনভিত্তিক প্রার্থী ঘোষণা করা হয়নি।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে চূড়ান্তভাবে আসন বণ্টনের তথ্য দেওয়া হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসনে; বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে; খেলাফত মজলিস ১০ আসনে; নেজামে ইসলাম পার্টি ২ আসনে; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে; জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে; লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭ আসনে; আমার বাংলাদেশ (এবি) পার্টি ৩ আসনে নির্বাচন করবে।’
এদিকে জোটের অন্য দুই শরিক বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কতটি আসনে প্রার্থী দেবে তা ঘোষণা করা হয়নি। তবে দল দুটির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘জাগপা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী ঘোষণা আপাতত করা হচ্ছে না। বাকি আসনগুলোর বিষয়ে যখন জানানো হবে তখন এটি আলোচনায় আসতে পারে। আর ইসলামী আন্দোলনের সঙ্গে আসন নিয়ে এখনও আলোচনা চলমান আছে।’
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের মূলত ১১ দলের নির্বাচনী ঐক্য। ১১ দলের সবাই একসঙ্গে আসন্ন নির্বাচনে কাজ করবে বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আছি। যারা ন্যায়ের পক্ষে, সংস্কারের পক্ষে, আমরাই আছি এই ঐক্যে। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য যুব সমাজকে ভোটকেন্দ্রে যেতে হবে। কেউ যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত থাকে তাহলে যুবকরাই সেটার জবাব দেবে। বিগত তিন টার্ম আপনারা ভোট থেকে বঞ্চিত। সুতরাং ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দমতো প্রার্থীকে বাছাই করুন।’
এ সময় তিনি ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের কথা স্মরণ করেন এবং যারা এসব সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘এইবার গণভোটের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। যে যেই আসনেই প্রার্থী থাকুক না কেন আমরা গণভোটের বিষয়টি সামষ্টিকভাবেই প্রচার করব।’
এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বলেন, ‘দেশবাসীর প্রতি আহ্বান জানাই, ভোট দিয়ে প্রমাণ করবেন আপনারা চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতায় চান না।’
এদিকে ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অস্পষ্টতা দূর করতে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবে দলটি।
বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইসলামী আন্দোলন জানায়, নির্বাচনী সমঝোতা বিষয়ে শুক্রবার তারা নিজেদের অবস্থান পরিষ্কার করবে।

একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কোরআন ছুঁয়ে শপথ করাচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এছাড়া নানা উপায়ে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
১৬ মিনিট আগে
নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশন ‘সুন্দর সুন্দর কথা’ বললেও মাঠে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত 'দুর্বার সাস্টিয়ান ঐক্য' প্যানেল। ২৮ টি সংস্কারের টার্গেট নিয়ে ইশতেহার ঘোষণা করেছে প্যানেলটি।
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা।
১ ঘণ্টা আগে