স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ কিংবা অব্যাহতির গুঞ্জনের পরই ‘মুখ্য সমন্বয়ক’ পরিচয়ে বক্তব্য দিয়েছেন দলটির শীর্ষ নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আয়োজিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন তিনি।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে নাসীরউদ্দীন পাটোয়ারী দল থেকে পদত্যাগ করেছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
শুক্রবার সকালে সেই খবর অস্বীকার করে এনসিপির শীর্ষ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত বলেন, 'তিনি (পাটোয়ারী) কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। নাসীরউদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই রয়েছেন।'
এদিকে আজকে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে।'
তিনি এসময় আরও বলেন, 'কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অনিয়ম, বিভিন্ন কমিশনে কোথায় ব্যত্যয় আছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত। এ ধরনের অপ-সাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে, ওই জায়গায় যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছে তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ কিংবা অব্যাহতির গুঞ্জনের পরই ‘মুখ্য সমন্বয়ক’ পরিচয়ে বক্তব্য দিয়েছেন দলটির শীর্ষ নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আয়োজিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন তিনি।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে নাসীরউদ্দীন পাটোয়ারী দল থেকে পদত্যাগ করেছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
শুক্রবার সকালে সেই খবর অস্বীকার করে এনসিপির শীর্ষ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত বলেন, 'তিনি (পাটোয়ারী) কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। নাসীরউদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই রয়েছেন।'
এদিকে আজকে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে।'
তিনি এসময় আরও বলেন, 'কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অনিয়ম, বিভিন্ন কমিশনে কোথায় ব্যত্যয় আছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত। এ ধরনের অপ-সাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে, ওই জায়গায় যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছে তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।’

বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করছে, এটি প্রতিরণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড না, বাংলাদেশের সংকট এখন অর্থনীতিকে চাঙ্গা করা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে কারও ঘাড়ে ভর করে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি।
২ ঘণ্টা আগে
নির্বাচনি প্রচারে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসবকে নির্বাচনের আগে কেন্দ্র দখল ও ভোটারকে ভয় দেখানোর প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।
২ ঘণ্টা আগে