leadT1ad

বাড়ল জামায়াতের নির্বাচনী ঐক্যের পরিসর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২০: ১৭
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছে লেবার পার্টি। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে যোগ দিয়েছে আরেকটি দল। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

যোগ দেওয়ার বিষয়ে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, তাঁর দল ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এবং বাকশালে নিষিদ্ধ হয়েছিল। পরে ১৯৭৭ সাল থেকে পুনরায় যাত্রা করেছে। মাওলানা মতিন এই দলের প্রতিষ্ঠাতা (নিবন্ধন নং-৫৬), মার্কা আনারস। দীর্ঘ সাড়ে ১৫ বছর লেবার পার্টি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপির সঙ্গে।

তিনি বলেন, যাদের সঙ্গে আমরা দীর্ঘদিন ছিলাম, ৫ আগস্টের পরে তাদের মধ্যে আমরা ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ করছি। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসেবে আজ আমরা যোগ দিলাম।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ১০ দলে লেবার পার্টির যুক্ত হওয়া জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তির বিশেষ সফলতা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারাদেশে জোটের আসন বণ্টন হয়ে গেছে। এখন আর লেবার পার্টিকে কোনো আসন দেওয়ার সুযোগ নেই। তবে লেবার পার্টি সারাদেশে জোটের পক্ষে কাজ করবে।

১০ দলীয় আগে থেকেই রয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ), আমার বাংলাদেশ (এবি) পার্টি।

শুরু থেকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকলেও, আসন সমঝোতা নিয়ে টানাপড়েনে শেষ মুহূর্তে তারা সরে যায়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত