স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে যোগ দিয়েছে আরেকটি দল। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
যোগ দেওয়ার বিষয়ে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, তাঁর দল ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এবং বাকশালে নিষিদ্ধ হয়েছিল। পরে ১৯৭৭ সাল থেকে পুনরায় যাত্রা করেছে। মাওলানা মতিন এই দলের প্রতিষ্ঠাতা (নিবন্ধন নং-৫৬), মার্কা আনারস। দীর্ঘ সাড়ে ১৫ বছর লেবার পার্টি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপির সঙ্গে।
তিনি বলেন, যাদের সঙ্গে আমরা দীর্ঘদিন ছিলাম, ৫ আগস্টের পরে তাদের মধ্যে আমরা ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ করছি। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসেবে আজ আমরা যোগ দিলাম।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ১০ দলে লেবার পার্টির যুক্ত হওয়া জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তির বিশেষ সফলতা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারাদেশে জোটের আসন বণ্টন হয়ে গেছে। এখন আর লেবার পার্টিকে কোনো আসন দেওয়ার সুযোগ নেই। তবে লেবার পার্টি সারাদেশে জোটের পক্ষে কাজ করবে।
১০ দলীয় আগে থেকেই রয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ), আমার বাংলাদেশ (এবি) পার্টি।
শুরু থেকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকলেও, আসন সমঝোতা নিয়ে টানাপড়েনে শেষ মুহূর্তে তারা সরে যায়।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে যোগ দিয়েছে আরেকটি দল। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
যোগ দেওয়ার বিষয়ে দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, তাঁর দল ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এবং বাকশালে নিষিদ্ধ হয়েছিল। পরে ১৯৭৭ সাল থেকে পুনরায় যাত্রা করেছে। মাওলানা মতিন এই দলের প্রতিষ্ঠাতা (নিবন্ধন নং-৫৬), মার্কা আনারস। দীর্ঘ সাড়ে ১৫ বছর লেবার পার্টি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপির সঙ্গে।
তিনি বলেন, যাদের সঙ্গে আমরা দীর্ঘদিন ছিলাম, ৫ আগস্টের পরে তাদের মধ্যে আমরা ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ করছি। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসেবে আজ আমরা যোগ দিলাম।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ১০ দলে লেবার পার্টির যুক্ত হওয়া জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তির বিশেষ সফলতা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সারাদেশে জোটের আসন বণ্টন হয়ে গেছে। এখন আর লেবার পার্টিকে কোনো আসন দেওয়ার সুযোগ নেই। তবে লেবার পার্টি সারাদেশে জোটের পক্ষে কাজ করবে।
১০ দলীয় আগে থেকেই রয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বাংলাদেশ), আমার বাংলাদেশ (এবি) পার্টি।
শুরু থেকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকলেও, আসন সমঝোতা নিয়ে টানাপড়েনে শেষ মুহূর্তে তারা সরে যায়।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’।
৯ মিনিট আগে
ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেকেই বলে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীদের বাইরে বেড়োতে দেবে না, ঘরে বন্দি করে রাখবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের মা-বোন। তাদের ঘরে বন্দি করতে হলে অনেক তালা কিনতে হবে। যা জামায়াতে ইসলামীর পক্ষে তালা কেনা সম্ভব না। এত টাকা আমাদের নেই।’
৩১ মিনিট আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
১ ঘণ্টা আগে
নির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। তবে ভোটাররা বলছেন, অতীতেও এমন অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে অনেক সমস্যার সমাধান হয়নি।
১ ঘণ্টা আগে