leadT1ad

ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ‘পদযাত্রা’ করবে জুলাই ঐক্য

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭: ৫৮
সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্যের। ছবি: সংগৃহীত

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে বৈধতা দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার (মার্চ) কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’।

সোমবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্লাটফর্মটির সংগঠক প্লাবন তারেক।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের দাবি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) উপেক্ষা করে অন্তত ৪৫ জন ঋণখেলাপিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে কমিশন।

সংগঠনটি বলছে, যারা রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের নির্বাচনে অংশ নেওয়া এবং জনগণকে তাদের ভোট দিতে বাধ্য করা সাংঘর্ষিক। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর মন জয় করতে মরিয়া হয়ে ইনসাফের কবর রচনা করছে।

এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ‘গণহত্যার সঙ্গে জড়িত’ থাকার অভিযোগে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করে সংগঠনটি।

স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বসন্তের কোকিলের’ মতো আচরণ করছেন এবং সেনাবাহিনী মাঠে থাকলেও অস্ত্র উদ্ধারে কোনো দৃশ্যমান অভিযান নেই বলে অভিযোগ করে সংগঠনটি।

ঘোষিত কর্মসূচি

দাবি আদায়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য:

১. ২৭ জানুয়ারি (আগামীকাল): ঋণখেলাপি, দ্বৈত নাগরিক এবং জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে ‘মার্চ টু ইলেকশন কমিশন’। দুপুর আড়াইটায় আগারগাঁও মেট্রো স্টেশন থেকে পদযাত্রা শুরু হবে।

২. ৩১ জানুয়ারি: অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে ‘মার্চ টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়’। দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে পদযাত্রা শুরু হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক ও এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদিন শিশির, ইসরাফিল ফরাজী, মুন্সি বুরহান মাহমুদ প্রমুখ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত