স্ট্রিম সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি অঞ্চলের ভোটারেরা নিরাপদে ভোট দিতে পারা নিয়ে উৎকণ্ঠায় আছে বলে জানিয়েছেন ২৯৯ নম্বর (রাঙামাটি) আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জুঁই চাকমা। তিনি বলেছেন, ‘ভোটাররা এখনও উৎকণ্ঠায় আছেন। আমি যেখানে যাচ্ছি ভোটাররা সব সময় আমাকে প্রশ্ন করছেন— তাঁরা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোট প্রয়োগ করতে পারবেন কি না। মানুষ জানতে চান এবং নিশ্চয়তা পেতে চান, তাঁরা যেন তাঁদের ভোটটা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে দিতে পারেন।’
আজ শনিবার (২৪ জানুয়ারি) দিনভর প্রচারের তৃতীয় দিনে রাঙামাটির লংগদু উপজেলার লংগদু ও মাইনিমুখ বাজারে জনসংযোগ ও পথসভা করেছেন জুঁই চাকমা। রাঙামাটির একমাত্র নারী প্রার্থী বলেন, ‘গণ-অভ্যুত্থানে পর মানুষ আশায় বুক বেঁধেছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে মাধ্যমে গণতান্ত্রিকপন্থায় তাঁদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।’
লংগদু উপজেলাকে জেলা ঘোষণার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রস্তাব দিয়ে জুঁই চাকমা বলেন, ‘লংগদু অনেক বড় একটি উপজেলা। লংগদু উপজেলাকে জেলা ঘোষণার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার। আমার বিশ্বাস লংগদু উপজেলাবাসী আমাকে কোদাল মার্কায় ভোট দিয়ে তারা প্রমাণ করবেন যে, তাঁরা প্রগতিশীল ও সম্প্রীতি রক্ষায় তাঁদের ভূমিকা অপরিসীম।’
প্রচারসভায় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুণজিতা চাকমা, নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান জেলার কাউখালী উপজেলায় এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা কাপ্তাই উপজেলায় নির্বাচনী প্রচারণা, জনসংযোগ ও পথসভা করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি অঞ্চলের ভোটারেরা নিরাপদে ভোট দিতে পারা নিয়ে উৎকণ্ঠায় আছে বলে জানিয়েছেন ২৯৯ নম্বর (রাঙামাটি) আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী জুঁই চাকমা। তিনি বলেছেন, ‘ভোটাররা এখনও উৎকণ্ঠায় আছেন। আমি যেখানে যাচ্ছি ভোটাররা সব সময় আমাকে প্রশ্ন করছেন— তাঁরা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোট প্রয়োগ করতে পারবেন কি না। মানুষ জানতে চান এবং নিশ্চয়তা পেতে চান, তাঁরা যেন তাঁদের ভোটটা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে দিতে পারেন।’
আজ শনিবার (২৪ জানুয়ারি) দিনভর প্রচারের তৃতীয় দিনে রাঙামাটির লংগদু উপজেলার লংগদু ও মাইনিমুখ বাজারে জনসংযোগ ও পথসভা করেছেন জুঁই চাকমা। রাঙামাটির একমাত্র নারী প্রার্থী বলেন, ‘গণ-অভ্যুত্থানে পর মানুষ আশায় বুক বেঁধেছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে মাধ্যমে গণতান্ত্রিকপন্থায় তাঁদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।’
লংগদু উপজেলাকে জেলা ঘোষণার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রস্তাব দিয়ে জুঁই চাকমা বলেন, ‘লংগদু অনেক বড় একটি উপজেলা। লংগদু উপজেলাকে জেলা ঘোষণার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার। আমার বিশ্বাস লংগদু উপজেলাবাসী আমাকে কোদাল মার্কায় ভোট দিয়ে তারা প্রমাণ করবেন যে, তাঁরা প্রগতিশীল ও সম্প্রীতি রক্ষায় তাঁদের ভূমিকা অপরিসীম।’
প্রচারসভায় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুণজিতা চাকমা, নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান জেলার কাউখালী উপজেলায় এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা কাপ্তাই উপজেলায় নির্বাচনী প্রচারণা, জনসংযোগ ও পথসভা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় ‘বেশ্যাখানা ও মাদকের আড্ডা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যাটায়ার করে দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নারীদের ঘরে বন্দি করার মতো তালা কেনার এত টাকা তাদের নেই।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
২ ঘণ্টা আগে