leadT1ad

হবিগঞ্জে তারেক রহমান

‘ঢাকা-সিলেট মহাসড়কের অবস্থা দেখলেই বোঝা যায় এলাকার অবস্থা’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২০: ৩৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্বাচনি পথসভায় বক্তৃতা করছেন তারেক রহমান। ছবি: ফোকাস বাংলা

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা নিয়ে সমালোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এই রাস্তা দেখলে বোঝা যায় এই এলাকার কী অবস্থা। গত ১৫-১৬ বছর যাবৎ এলাকার স্কুল, কলেজ ও হাসপাতালগুলোর পরিস্থিতিও একই রকম। এই রাস্তা দেখলে বোঝা যায় যে এই এলাকার হাসপাতালগুলোর কী অবস্থা।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘এলাকায় সমস্যা হলে এমন নেতা থাকতে হবে, যাঁদের কাছে আপনারা কথা বলতে পারেন। গ্রামের রাস্তা নষ্ট হলে তা মেরামতে তাঁরা কাজ করবেন। বিদ্যালয়ে শিক্ষক না থাকলে তাঁর ব্যবস্থা করবেন এবং হাসপাতালে চিকিৎসকের অভাব পূরণ করবেন।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব।’

নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের সজাগ থাকতে হবে। আমি শুধু ফজরের নামাজের কথা বলি না; এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ পড়ে যাওয়ার প্রস্তুতি নেবেন। প্রয়োজনে ভোটকেন্দ্রের সামনে গিয়ে আপনারা জামায়াত করে ফজরের নামাজ পড়বেন।’

তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে সাতটা থেকে যখন ভোট শুরু হবে, সঙ্গে সঙ্গে আপনারা ভোট দেবেন। গত প্রায় ১৬ বছরে দেশের সব তছনছ হয়েছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি কীভাবে দুর্নীতি করে দেশ থেকে জনগণের সম্পদ পাচার করা হয়েছে। এই দুর্নীতি দমন করতে হলে এবং দেশকে রক্ষা করতে হলে জনগণকে সজাগ হতে হবে। সবাইকে এখন এগিয়ে আসতে হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত