leadT1ad

ঢাকা-৮ আসন

হাসিনার সিস্টেমে বসার চেষ্টা উৎখাত করব: নাসীরুদ্দীন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৮: ০৭
নাসীরুদ্দীন পাটওয়ারী। সংগৃহীত ছবি

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা কোনো দল কিংবা ব্যক্তির বিরুদ্ধে নই। আমরা ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে। শেখ হাসিনা রেখে যাওয়া সিস্টেমে কেউ যদি বসার চেষ্টা করে, আমরা তাকেও উৎখাত করব।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টন জামে মসজিদ সংলগ্ন এলাকায় পথসভায় এসব কথা বলেন শাপলা কলির প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বিএনপি ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। যারা বিদেশ পালিয়েছিল, তাদেরও মনোনয়ন দিয়েছে। দেশের মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছে।’

নাসীরুদ্দীন বলেন, ‘গত ১৫ বছর আলেমদের দাড়ি ধরে টানা হয়েছিল। এখন নতুন করে তারা বাংলাদেশকে আবার আমাদের সেই ইসলামফোবের স্টেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচারের মধ্য দিয়ে মনে করে ক্ষমতায় যেতে পারবে। কিন্তু ১০ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জয় নিশ্চিত হবে। ১২ ফেব্রুয়ারি দেশের গতিপথ আমরা পাল্টে দেব।’

তিনি আরও বলেন, ‘আমরা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা প্রত্যেক চাঁদাবাজকে প্রশাসনের হাতে তুলে দেব। সব দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের ওপর যারা আক্রমণ করেছিল, প্রত্যেক সন্ত্রাসীকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। ভয় পাবেন না, খেলা হবে। বাংলাদেশে ১০ দলীয় ঐক্যের জয় হবে, শাপলা কলির জয় হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত