ঢাকা-৮ আসন
স্ট্রিম প্রতিবেদক

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা কোনো দল কিংবা ব্যক্তির বিরুদ্ধে নই। আমরা ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে। শেখ হাসিনা রেখে যাওয়া সিস্টেমে কেউ যদি বসার চেষ্টা করে, আমরা তাকেও উৎখাত করব।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টন জামে মসজিদ সংলগ্ন এলাকায় পথসভায় এসব কথা বলেন শাপলা কলির প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বিএনপি ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। যারা বিদেশ পালিয়েছিল, তাদেরও মনোনয়ন দিয়েছে। দেশের মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছে।’
নাসীরুদ্দীন বলেন, ‘গত ১৫ বছর আলেমদের দাড়ি ধরে টানা হয়েছিল। এখন নতুন করে তারা বাংলাদেশকে আবার আমাদের সেই ইসলামফোবের স্টেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচারের মধ্য দিয়ে মনে করে ক্ষমতায় যেতে পারবে। কিন্তু ১০ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জয় নিশ্চিত হবে। ১২ ফেব্রুয়ারি দেশের গতিপথ আমরা পাল্টে দেব।’
তিনি আরও বলেন, ‘আমরা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা প্রত্যেক চাঁদাবাজকে প্রশাসনের হাতে তুলে দেব। সব দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের ওপর যারা আক্রমণ করেছিল, প্রত্যেক সন্ত্রাসীকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। ভয় পাবেন না, খেলা হবে। বাংলাদেশে ১০ দলীয় ঐক্যের জয় হবে, শাপলা কলির জয় হবে।’

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আমরা কোনো দল কিংবা ব্যক্তির বিরুদ্ধে নই। আমরা ফ্যাসিবাদী সিস্টেমের বিরুদ্ধে। শেখ হাসিনা রেখে যাওয়া সিস্টেমে কেউ যদি বসার চেষ্টা করে, আমরা তাকেও উৎখাত করব।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টন জামে মসজিদ সংলগ্ন এলাকায় পথসভায় এসব কথা বলেন শাপলা কলির প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বিএনপি ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। যারা বিদেশ পালিয়েছিল, তাদেরও মনোনয়ন দিয়েছে। দেশের মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছে।’
নাসীরুদ্দীন বলেন, ‘গত ১৫ বছর আলেমদের দাড়ি ধরে টানা হয়েছিল। এখন নতুন করে তারা বাংলাদেশকে আবার আমাদের সেই ইসলামফোবের স্টেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচারের মধ্য দিয়ে মনে করে ক্ষমতায় যেতে পারবে। কিন্তু ১০ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জয় নিশ্চিত হবে। ১২ ফেব্রুয়ারি দেশের গতিপথ আমরা পাল্টে দেব।’
তিনি আরও বলেন, ‘আমরা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা প্রত্যেক চাঁদাবাজকে প্রশাসনের হাতে তুলে দেব। সব দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের ওপর যারা আক্রমণ করেছিল, প্রত্যেক সন্ত্রাসীকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। ভয় পাবেন না, খেলা হবে। বাংলাদেশে ১০ দলীয় ঐক্যের জয় হবে, শাপলা কলির জয় হবে।’

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’।
৯ মিনিট আগে
ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেকেই বলে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীদের বাইরে বেড়োতে দেবে না, ঘরে বন্দি করে রাখবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের মা-বোন। তাদের ঘরে বন্দি করতে হলে অনেক তালা কিনতে হবে। যা জামায়াতে ইসলামীর পক্ষে তালা কেনা সম্ভব না। এত টাকা আমাদের নেই।’
৩১ মিনিট আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
১ ঘণ্টা আগে
নির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। তবে ভোটাররা বলছেন, অতীতেও এমন অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে অনেক সমস্যার সমাধান হয়নি।
১ ঘণ্টা আগে