leadT1ad

প্রতিহিংসায় খালেদা জিয়ার জীবনীশক্তি দুর্বল করেন শেখ হাসিনা: রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ২০: ৪৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ মানসিকতা থেকে খালেদা জিয়ার জীবনীশক্তি দুর্বল করে দেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘রাষ্ট্র যখন কারও করায়ত্তে থাকে এবং একজন ঘৃণাপরায়ণ, প্রতিশোধপরায়ণ, স্বৈরাচারী, আক্রমণাত্মক শাসকের হাতে থাকে— তখন সেই রাষ্ট্র যেকোনো মানুষকে, যেকোনোভাবে পর্যুদস্ত করতে পারে, হয়রানি করতে পারে। আমরা সেটাই দেখেছি। হাঁটতে পারা সুস্থ একজন মানুষের (খালেদা জিয়া) জীবনীশক্তি কীভাবে দুর্বল হলো? কেন হলো? এর পেছনে সম্পূর্ণ ষড়যন্ত্রে হাত রয়েছে— সেই প্রতিশোধপরায়ণ, আক্রমণাত্মক নারী শেখ হাসিনার।’

শেখ হাসিনার দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘দেখলাম শেখ হাসিনার দুটি ব্যাংক ভল্টে ৮৩২ ভরি সোনা পাওয়া গেছে। কত বড় চোর হতে পারে সে? সে জানে সে চোর, তাই তাকে পালাতে হয়েছে।’

রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা ও তাঁর লোকেরা বড় বড় কথা বলত- “বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালায় না!” কিন্তু যাদের চরিত্র চোরের, ডাকাতের, দস্যুর— তারা তো কাপুরুষ। আর যখন ডাকাত, দস্যু, চোরেরা ধাওয়া খায়, তখন সবকিছু ফেলেই পালাতে হয়। কিছু নিয়ে যায়; কিছু ফেলে রেখে যায়। ওটা (সোনা) নেওয়ার সুযোগ পায়নি।’

দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘ড. মোহাম্মদ ইউনূসের সরকার ১৫ মাস ধরে দেশ পরিচালনা করছে। আজ বিশ্ব ব্যাংক বলছে— বাংলাদেশের ছয় কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে, তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে। কেন হবে এটা? এটা আমাদের কাম্য নয়।’

Ad 300x250

সম্পর্কিত