leadT1ad

দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বহিষ্কৃত জামায়াতের সাবেক জেলা আমির

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০০: ১০
রোববার (২৮ ডিসেম্বর) ফুলবাড়িয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ময়মনসিংহের সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিনকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ময়মনসিংহ জেলা জামায়াতের বর্তমান আমির আব্দুল করিম বলেন, অধ্যাপক জসিম উদ্দিনকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক নিয়মনীতি লঙ্ঘনের দায়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ জানান, জামায়াত একটি সুশৃঙ্খল দল এবং শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না।

জানা গেছে, অধ্যাপক জসিম উদ্দিন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন থেকে তিনবার দলীয় প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। পরে অসুস্থতার কারণে তিনি নিষ্ক্রিয় হয়ে পড়লে ২০২২ সাল থেকে ওই এলাকায় গণসংযোগ শুরু করেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আসন্ন নির্বাচনে দল কামরুল হাসান মিলনকেই মনোনয়ন দেয়।

গত ১৫ সেপ্টেম্বর জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিরোধিতা করে নিজের পক্ষে মিছিল করানো ও দলে গ্রুপিং তৈরির অভিযোগ ছিল। জুলাই অভ্যুত্থানের পর সাবেক একদল ছাত্রশিবির নেতা ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে তাঁকে প্রার্থী করার দাবি তোলেন।

সবশেষ গত রোববার (২৮ ডিসেম্বর) জসিম উদ্দিন ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল জামায়াত। এ বিষয়ে কথা বলতে অধ্যাপক জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত