leadT1ad

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ: রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২: ৩৪
কথা বলছেন রুহুল কবির রিজভী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘মিথ্যা’ উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য এটা বলা হচ্ছে।’

আজ শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।

এর আগে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, ‘নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই একটি বড় দল আচরণবিধি লঙ্ঘন করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সময়সীমার বাইরে গিয়ে রাত ৪টার সময় মাইক বাজিয়ে প্রচারণা চালাচ্ছেন। পার্টির চেয়ারম্যান এরকম করলে এটা উৎসাহ পাবে।’ এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো তৎপরতা নেই, তাদের পক্ষপাতমূলক আচরণ লক্ষ করা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এমন অভিযোগ সঠিক নয় জানিয়ে রুহুল কবির রিজভী দাবি করেন, তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। বরং নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন বলেও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় অংশগ্রহণ করেছেন তারেক রহমান।

রিজভী সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমানের যে ডিসেন্ট কথাবার্তা, যে চমৎকার বক্তব্য এবং জনগণের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তাঁর বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে। তাঁর নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য। এটিকে ম্যালাইন (কুৎসা রটানো) করার জন্য, জনগণের কাছে বিভ্রান্তি তৈরির জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।‘

এসময় তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো প্রসঙ্গে বলেন, ‘কোকো রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তাঁর মা বেগম খালেদা জিয়াকে ওই সময় যে ধরনের নিপীড়ন করা হয়েছে—এটি দেখে সন্তান হিসেবে এবং অসুস্থ সে নিজেকে আর সামলাতে পারেনি। এ ধরনের দুঃখজনক ঘটনা ও ভীতিকর পরিস্থিতিতে আরাফাত রহমান কোকো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে চলে যান।’

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় রিজভীর সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত