leadT1ad

এনসিপির মনোনয়ন পেলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত সেই খোকন চন্দ্র

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

খোকন চন্দ্র বর্মন । ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মনকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলটির সদস্যসচিব আখতার হোসেন নাম ঘোষণা করেন।

এনসিপি থেকে প্রকাশিত তালিকায় দেখা যায়, খোকন চন্দ্র শেরপুর-২ আসন থেকে এনসিপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালিকায় খোকন চন্দ্রের নামের পাশে লেখা হয়েছে ‘আহত’।

এনসিপি নেতারা মনোনয়ন ফরম বিক্রির শুরু থেকেই বলে আসছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের আহত-নিহতের পরিবার এবং সব ধরনের পেশাজীবীদের মনোনয়ন দেবে তারা।

Ad 300x250

সম্পর্কিত