ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অনেকে ভয় দেখায়– ১০ দলীয় নির্বাচনী ঐক্য বিশেষ করে জামায়াত ক্ষমতায় গেলে ঘরে ঘরে তালা মেরে দেবে; মা-বোনদের বের হতে দেবে না, লেখাপড়া করতে দেবে না, পেশাগত দায়িত্ব পালন করতে দেবে না। এগুলো সব ধোঁকাবাজদের কথা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘আমরা কী করব জানেন? নবী করিম (সা.) প্রতিটি যুদ্ধে সঙ্গে করে মা-বোনদের নিয়ে গেছেন। যুদ্ধের চেয়ে কঠিন কোনো কাজ আসমানের নিচে আর জমিনের উপরে হয় না। সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন, তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না।’
শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সমাজেও নারীরা কাজ করেন। তবে দুটি জিনিসের বড়ই অভাব। একটি হচ্ছে তাদের নিরাপত্তা; অন্যটি তাদের মর্যাদা। আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা মায়েদেরকে মর্যাদার সঙ্গে ঘর, কর্মস্থাল ও চলাচল– তিন জায়গায় তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করব।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের নিজেদের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। আমাদের চেয়ে এই মূল্যের প্রতি বেশি সম্মান প্রদর্শন করতে পেরেছেন এর প্রমাণ কেউ রাখতে পারেননি। যারা আজ বড় গলায় কথা বলেন বিভিন্ন জায়গায় তাদের হাতেই আমাদের মা-বোন ও মেয়েরা ক্ষতিগ্রস্ত হন। ভুরি ভুরি প্রমাণ, প্রতিদিন এই বিভৎস চিত্র ওঠে আসে।’
ডা. শফিকুর রহমান বলেন, কিছু পক্ষ দেশবাসীর মাথায় কাঁঠাল রেখে খাওয়ার জন্য জাতিকে বিভক্ত করে রাখতে চায়। তবে বাংলাদেশের সচেতন জনগণ এই সুযোগ আর কাউকে দেবে না। যারা বিভক্তি তৈরি করে তারা মূলত নিজেদের স্বার্থ হাসিলের পথ খুঁজছে, যা দেশের জন্য কল্যাণকর নয়।
সিরাজগঞ্জের স্থানীয় সমস্যা নিয়ে জামায়াত আমির বলেন, ‘একসময় এই জেলা তাঁতশিল্প ও দুগ্ধ খামারের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু অযত্নে তা এখন রুগ্ন হয়ে পড়েছে। নির্বাচনে বিজয়ী হলে ১০ দলের প্রার্থীরা মিলে তাঁতশিল্পকে পুনর্গঠন করব এবং খামারিদের দুধ সংরক্ষণে আধুনিক গুঁড়ো দুধ তৈরির কারখানা স্থাপন করব। এছাড়া যারা নদীর নাব্যতা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।‘
ইসলামিয়া কলেজ মাঠের জনসভা শেষে তিনি উল্লাপাড়ায় পথসভায় অংশ নেন। সেখান থেকে পাবনায় আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামীকাল রোববার থেকে ঢাকার বিভিন্ন সংসদীয় এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান।