leadT1ad

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলার অভিযোগ, এবি পার্টির নিন্দা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯: ০২
আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার অভিযোগ। ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ করা হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে এবি পার্টি।

আজ রোববার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মীরগঞ্জে একটি নবনির্মিত সেতুর ঠিকাদারের কাছে স্থানীয় একদল দুর্বৃত্ত চাঁদা দাবি করে আসছিল। ব্যারিস্টার ফুয়াদ এই অনিয়ম ও জুলুমের প্রতিবাদ জানালে, সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে হুমকি-ধমকি দেয় এবং একপর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।’

এবি পার্টির নেতাদের অভিযোগ, জুলাই-পরবর্তী বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন ‘বর্বর আচরণ’ অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক সমাজে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিজ্ঞপ্তিতে এবি পার্টি এই হামলার জন্য স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাদের দায়ী করেছে। হামলায় রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজন সিকদার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আল আমীন, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস এবং কেদারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসানুজ্জামান খোকন (আর্মি খোকন) নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

হামলার আশঙ্কা জানিয়ে গতকাল শনিবার জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে অবহিত করা হয়েছিল বলেও দাবি করেছে এবি পার্টি। তবে পুলিশ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন দলের নেতারা।

বিজ্ঞপ্তিতে এবি পার্টির নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই ব্যাপারে আতিক আল আমিনের সঙ্গে মোবাইলে স্ট্রিম যোগাযোগ করলে তিনি বলেন, ফুয়াদের ওপর কোনো হামলা করা হয়নি। আমি এখন এর চেয়ে বেশি মন্তব্য করব না। পরে জানানো হবে।

এছাড়া, অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।

Ad 300x250

সম্পর্কিত