বাসস

দেড় যুগেরও বেশি সময় পর আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তিনিসহ বিএনপির নেতারা দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।
এসময় তাঁরা অভিযোগ করেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এই বৈঠক উল্লেখ করে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে বিএনপি।
রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণিসহ বিএনপির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
লুৎফুজ্জামান বাবর ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন সেই সময়। তবে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তাঁর নাম আসামির তালিকায় উঠে আসে। ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানসহ বাবরের নাম ওই মামলায় যুক্ত হয়।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান জব্দ করার ঘটনায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় আসামি করা হয় লুৎফুজ্জামান বাবরকে। একইবছর ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলাতে আসামি ছিলেন তিনি। এসব মামলায় বিচারিক আদালতে তাঁর সাজা হলেও পরে উচ্চ আদালত তাঁকে খালাস দেন। এ ছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলায় তিনি জামিন পান। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি কারাগার থেকে মুক্তি পান। ২০০৭ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লুৎফুজ্জামান বাবর। তিনি দীর্ঘদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বাবর জানান, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টাকে সহায়তার উদ্যোগের অংশ হিসেবে বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বৈঠক করেছে।
তিনি বলেন, ‘আমরা আসন্ন জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি, যার মধ্যে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে এস আলম গ্রুপের প্রধানের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বৈঠক।’
তিনি জানান, তাঁরা লুটপাট ও অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না খারাপ, এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমি হ্যাঁ বা না দিয়ে এ প্রশ্নের উত্তর দেব না। তবে, সরকার এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে।’
বাবর আরও জানান, তাঁদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরে আসবেন।

দেড় যুগেরও বেশি সময় পর আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তিনিসহ বিএনপির নেতারা দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।
এসময় তাঁরা অভিযোগ করেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের প্রধানের মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এই বৈঠক উল্লেখ করে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে বিএনপি।
রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণিসহ বিএনপির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
লুৎফুজ্জামান বাবর ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন সেই সময়। তবে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তাঁর নাম আসামির তালিকায় উঠে আসে। ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানসহ বাবরের নাম ওই মামলায় যুক্ত হয়।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান জব্দ করার ঘটনায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলায় আসামি করা হয় লুৎফুজ্জামান বাবরকে। একইবছর ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলাতে আসামি ছিলেন তিনি। এসব মামলায় বিচারিক আদালতে তাঁর সাজা হলেও পরে উচ্চ আদালত তাঁকে খালাস দেন। এ ছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলায় তিনি জামিন পান। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি কারাগার থেকে মুক্তি পান। ২০০৭ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন লুৎফুজ্জামান বাবর। তিনি দীর্ঘদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বাবর জানান, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টাকে সহায়তার উদ্যোগের অংশ হিসেবে বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বৈঠক করেছে।
তিনি বলেন, ‘আমরা আসন্ন জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি, যার মধ্যে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে এস আলম গ্রুপের প্রধানের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার জন্য বৈঠক।’
তিনি জানান, তাঁরা লুটপাট ও অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না খারাপ, এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমি হ্যাঁ বা না দিয়ে এ প্রশ্নের উত্তর দেব না। তবে, সরকার এই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করছে।’
বাবর আরও জানান, তাঁদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরে আসবেন।

বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করছে, এটি প্রতিরণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড না, বাংলাদেশের সংকট এখন অর্থনীতিকে চাঙ্গা করা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে কারও ঘাড়ে ভর করে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি।
২ ঘণ্টা আগে
নির্বাচনি প্রচারে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসবকে নির্বাচনের আগে কেন্দ্র দখল ও ভোটারকে ভয় দেখানোর প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।
২ ঘণ্টা আগে