স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই কারণ দর্শানোকে বিধিবহির্ভূত বলছে দলটি। রোববার (১৮ জানুয়ারি) আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী পৃথকভাবে তাদের নোটিশ দিয়েছেন।
এতে বলা হয়েছে, ঢাকা-১১ এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিশাল আকৃতির রঙিন ছবি, স্লোগান সংবলিত বিলবোর্ড রিটার্নিং কর্মকর্তার নজরে এসেছে। বিলবোর্ডে ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান ব্যবহার করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে দুজনকে লিখিত জবাব দিতে বলা হয়েছে নোটিশে। জবাব সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। একইসঙ্গে নোটিশে ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করায় ইসি কর্তৃক শোকজ বিধিবহির্ভূত বলছে এনসিপি। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ সম্বলিত ব্যানারকে আচরণবিধির লঙ্ঘন বলেছে ইসি। অথচ এটা নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচারণা ছিল না। গণভোটের প্রচারের জন্য যেসব বিধিমালা রয়েছে, তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। নির্বাচনী আচরণ বিধিমেলারও কোনো ব্যত্যয় ঘটেনি।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই কারণ দর্শানোকে বিধিবহির্ভূত বলছে দলটি। রোববার (১৮ জানুয়ারি) আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী পৃথকভাবে তাদের নোটিশ দিয়েছেন।
এতে বলা হয়েছে, ঢাকা-১১ এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিশাল আকৃতির রঙিন ছবি, স্লোগান সংবলিত বিলবোর্ড রিটার্নিং কর্মকর্তার নজরে এসেছে। বিলবোর্ডে ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান ব্যবহার করা হয়েছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে দুজনকে লিখিত জবাব দিতে বলা হয়েছে নোটিশে। জবাব সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। একইসঙ্গে নোটিশে ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করায় ইসি কর্তৃক শোকজ বিধিবহির্ভূত বলছে এনসিপি। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ সম্বলিত ব্যানারকে আচরণবিধির লঙ্ঘন বলেছে ইসি। অথচ এটা নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচারণা ছিল না। গণভোটের প্রচারের জন্য যেসব বিধিমালা রয়েছে, তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। নির্বাচনী আচরণ বিধিমেলারও কোনো ব্যত্যয় ঘটেনি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১৯ জানুয়ারি) ইসির শেষ দিনের শুনানি তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
২০ মিনিট আগে
দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচিতে দুপুরের দিকে এমন ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
৩ ঘণ্টা আগে
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
৪ ঘণ্টা আগে
পোস্টাল ব্যালট নিয়ে ‘পক্ষপাতিত্ব’ বন্ধ করাসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সংগঠনটি এই কর্মসূচি শুরু করে।
৪ ঘণ্টা আগে