স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট প্রদানে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনে স্থাপিত নওয়াব ফয়জুন্নেসা, শামসুন্নাহার হল ও বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ভোটারদের এ লাইন দেখা যায়।
ভোট কেন্দ্রগুলোতে দেখা যায়, নারী শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেউ কেউ আধা ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও মুখে হাসি নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
শিক্ষার্থী তন্বী আক্তার বলেন, ‘আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে। ভোট দিতে কিছুটা সময় লাগলেও কোনো বিরক্তি নেই। বরং আনন্দ লাগছে।’
চবির নারী শিক্ষার্থীরা এককভাবে পাঁচটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছে। সেগুলো হলো—বিজয় ২৪ হল কেন্দ্রে ২৬০৪, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ২৪৮৭, নওয়াব ফাইজুন্নেসা হল ভোটকেন্দ্রে ১১৭৯, প্রীতিলতা হল কেন্দ্রে ২৫৫৫ এবং শামসুন্নাহার হল কেন্দ্রে ২২৯১ জন নারী ভোটার ভোট দিচ্ছেন। এছাড়া মাস্টার দা সূর্যসেন হলে নারী ও পুরুষ যৌথভাবে ৫১৬ ভোটার ভোট দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। চাকসুর ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে প্রার্থী ৪৯৩ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট প্রদানে ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনে স্থাপিত নওয়াব ফয়জুন্নেসা, শামসুন্নাহার হল ও বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ভোটারদের এ লাইন দেখা যায়।
ভোট কেন্দ্রগুলোতে দেখা যায়, নারী শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেউ কেউ আধা ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও মুখে হাসি নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
শিক্ষার্থী তন্বী আক্তার বলেন, ‘আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে। ভোট দিতে কিছুটা সময় লাগলেও কোনো বিরক্তি নেই। বরং আনন্দ লাগছে।’
চবির নারী শিক্ষার্থীরা এককভাবে পাঁচটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছে। সেগুলো হলো—বিজয় ২৪ হল কেন্দ্রে ২৬০৪, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল কেন্দ্রে ২৪৮৭, নওয়াব ফাইজুন্নেসা হল ভোটকেন্দ্রে ১১৭৯, প্রীতিলতা হল কেন্দ্রে ২৫৫৫ এবং শামসুন্নাহার হল কেন্দ্রে ২২৯১ জন নারী ভোটার ভোট দিচ্ছেন। এছাড়া মাস্টার দা সূর্যসেন হলে নারী ও পুরুষ যৌথভাবে ৫১৬ ভোটার ভোট দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। চাকসুর ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে প্রার্থী ৪৯৩ জন

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন।
৫ ঘণ্টা আগে
দুই শ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেছেন।
৮ ঘণ্টা আগে
মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
৮ ঘণ্টা আগে