leadT1ad

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ থেকে পদত্যাগের হিড়িক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গোপালগঞ্জ

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯: ২৪
গোপালগঞ্জে আ.লীগ নেতাদের সম্মেলন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় দলটির মোট ১৩ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত কারণ’ ও ‘রাজনৈতিক পরিস্থিতি’র কথা বলে তৃণমূল পর্যায়ের নেতাদের এই গণ-পদত্যাগ এখন টক অব দ্য টাউন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দেন উপজেলা ও পৌর পর্যায়ের তিন প্রভাবশালী নেতা। তারা হলেন— উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম শরীফ, পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং পৌর যুবলীগের সহ-সভাপতি আরিফুল হোসেন ।

এর আগের দিন শুক্রবারও টুঙ্গিপাড়ায় আরও তিন নেতা পদত্যাগ করেছিলেন। ফলে গত ৪৮ ঘণ্টায় মোট ১৬ জন নেতা দলীয় পদবি ত্যাগ করলেন।

টুঙ্গিপাড়ার রেশ কাটতে না কাটতেই বিকেলে মুকসুদপুর উপজেলার ১৭ নং জলিরপাড় ইউনিয়নে দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০ জন নেতা একযোগে পদত্যাগ করেন।

জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচীর নেতৃত্বে পদত্যাগকারী অন্য নেতাদের মধ্যে রয়েছেন জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী, বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার ও রনজন গাইন।

স্বেচ্ছায় এবং কারো প্ররোচনা ছাড়াই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পদত্যাগকারী নেতারা। তাদের দাবি, দলের প্রতি তাদের শ্রদ্ধা থাকলেও ‘সাংগঠনিক জটিলতা’ ও ‘ব্যক্তিগত কারণে’ তারা আর কোনো পদে থাকতে ইচ্ছুক নন।

তবে স্থানীয়দের অভিমত, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণেই স্থানীয় আওয়ামী লীগে এই গণ-পদত্যাগের হিড়িক শুরু হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত