মিত্র ৩ দলের সঙ্গে বৈঠক
স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব সম্ভব হতো না।’
আজ সোমবার (৫ জানুয়ারি) তিন মিত্র দল গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, গণসংহতি আন্দোলন ও জমিয়তে উলামায় বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে এই মন্তব্য করেন তারেক রহমান। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক খবরে এমনটাই জানানো হয়েছে।
আজ দুপুর ও বিকেলে বিএনপির চেয়াপারসনের কার্যালয়ে এসব বৈঠব অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে কার্যালয়ে আসেন তারেক রহমান।
দিনের প্রথম বৈঠকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করেছে। আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।’
তিনি আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে। সরকার ও বিরোধীদল সবাই মিলে একসাথে বাংলাদেশকে গড়ে তুলতে চান তারেক রহমান।’
এদিকে, বিকেল ৩টার দিকে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, দলটির নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল ও রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার সহ দলটির শীর্ষ নেতারা।
বৈঠক শেষে জোনায়েদ সাকি বলেন, ‘শোক জানাতে এসেছিলাম। তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শুনেছি। ২৪ এর গণঅভুত্থ্যান অনুযায়ী যেন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, সেটা বলেছি। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে।’ দেশ পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্য দরকার বলেও মন্তব্য করেন সাকি।
গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকের পর তারেক রহমানের সঙ্গে বসেন জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের সহ সভাপতি জুনায়েদ আল হাবিব।
প্রসঙ্গত, জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ বিএনপির সঙ্গে ৪টি আসন সমঝোতা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মাঝে জোনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করবেন।
অন্যদিকে, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে ব্রাহ্মণবাড়িয়া- ৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের অস্তিত্ব সম্ভব হতো না।’
আজ সোমবার (৫ জানুয়ারি) তিন মিত্র দল গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, গণসংহতি আন্দোলন ও জমিয়তে উলামায় বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে এই মন্তব্য করেন তারেক রহমান। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক খবরে এমনটাই জানানো হয়েছে।
আজ দুপুর ও বিকেলে বিএনপির চেয়াপারসনের কার্যালয়ে এসব বৈঠব অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে কার্যালয়ে আসেন তারেক রহমান।
দিনের প্রথম বৈঠকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করেছে। আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।’
তিনি আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে। সরকার ও বিরোধীদল সবাই মিলে একসাথে বাংলাদেশকে গড়ে তুলতে চান তারেক রহমান।’
এদিকে, বিকেল ৩টার দিকে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, দলটির নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল ও রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার সহ দলটির শীর্ষ নেতারা।
বৈঠক শেষে জোনায়েদ সাকি বলেন, ‘শোক জানাতে এসেছিলাম। তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শুনেছি। ২৪ এর গণঅভুত্থ্যান অনুযায়ী যেন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, সেটা বলেছি। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে।’ দেশ পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্য দরকার বলেও মন্তব্য করেন সাকি।
গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকের পর তারেক রহমানের সঙ্গে বসেন জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের সহ সভাপতি জুনায়েদ আল হাবিব।
প্রসঙ্গত, জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ বিএনপির সঙ্গে ৪টি আসন সমঝোতা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মাঝে জোনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করবেন।
অন্যদিকে, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে ব্রাহ্মণবাড়িয়া- ৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

গাড়িচালক নুরুল আমিনের কাছে তারেক রহমান কেবল একজন নিয়োগকর্তা ছিলেন না। তিনি বলেন, ভাইয়া আমাদের কখনো কর্মচারী মনে করেননি। একবার ছুটির দিনে তিনি বললেন– ‘চল, চটপটি খেতে যাব’। এরপর তিনি নিজেই ড্রাইভ করলেন, আমাকে বসালেন পেছনের সিটে।
৪ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ৯ সদস্য আসন্ন সংসদ নির্বাচনে একটি করে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দলের শীর্ষ নেতা তারেক রহমান নির্বাচন করছেন দুটি আসনে।
১৩ ঘণ্টা আগে
দলীয় আদর্শ থেকে সরে আসার অভিযোগ তুলে ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।
১৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা স্থগিত রয়েছে। ওএমআর মেশিনে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে গণনা স্থগিত করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে