leadT1ad

নির্বাচনী সমঝোতায় ১১ দলে ইসলামী আন্দোলন থাকা না থাকার সিদ্ধান্ত ‘আজই’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৫: ৪৩
জামায়াতে ইসলামীসহ ১১ দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের কৌশলগত ‘নির্বাচনী সমঝোতায়’ চূড়ান্ত প্রার্থী ঘোষণা শেষ সময়ে এসে আটকে গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকেই আবার বৈঠক করছেন দলগুলোর শীর্ষ নেতারা। তবে এই বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত নেই। বৈঠক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাত ৮টায় একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হতে পারে, সেখানেই ১১ দলের চূড়ান্ত সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকসূত্রে আরও জানা গেছে, নির্বাচনী এই সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকা না থাকার বিষয়ে চরমোনাই পীর, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান বৈঠক থেকে বের হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগার সহ-সভাপতি রাশেদ প্রধান। তিনি বলেন, ‘আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে, এটা বলব না। আবার বেরিয়ে গেছে, এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।’

বৈঠকে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের শীর্ষ নেতারা রয়েছেন। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুল কাদের প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত