পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এনসিপির আলোচনাসভা
স্ট্রিম প্রতিবেদক

আজ ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। দিনটি ঘিরে 'রাসূলুল্লাহ( সা.)-এর জীবন ও কর্ম' শিরোনামে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিত পার্টি (এনসিপি)। আলোচনায় বাংলাদেশ এবং বিশ্বকে পরিবর্তন করতে হলে রসুল (স.)-এর মতো আল-আমিন বা সত্যবাদী হওয়ার কথা বলেছেন বক্তারা।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘মানব জীবনের পরতে পরতে যতগুলো ভূমিকার প্রয়োজন পড়ে, প্রতিটি ভূমিকার বিষয়েই আল্লাহর রাসুলের জীবনে আমরা আদর্শ খুঁজে পাই। আল্লাহর রাসূলের জীবনী অল্প কথায় আমরা শেষ করতে পারি না।’
আখতার হোসেন আরও বলেন, ‘আল্লাহর রাসূলের জীবনের রাজনৈতিকতা কেমন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তরুণ বয়সে তিনি যখন দেখেছেন, গোত্রে গোত্রে মারামারি-কাটাকাটি, তখন তিনি তাঁর বয়সী তরুণদের নিয়ে ‘হিলফুল ফুজুল’ নামে একটা সংগঠন তৈরি করলেন। সেই হিলফুল ফুজুলের মাধ্যমেই রাসুলের রাজনৈতিক জীবন শুরু বলে আমি মনে করি। যার মাধ্যমে তিনি গোত্রে গোত্রে দ্বন্দ্ব মীমাংসার উদ্যোগ নিয়েছেন। মানুষ যেন মানুষের ব্যাপারে শ্রদ্ধাশীল হয়, সে উদ্যোগ তিনি নিয়েছেন।’
আখতার আরও বলেন, ‘নবুওত পাওয়ার আগেই রাসুল সা. বিশ্বাসী বা আল-আমিন হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। যে কারণে মানুষ আল্লাহকে না দেখেও রাসুলকে বিশ্বাস করেছেন। তাই আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা যদি সত্যি বাংলাদেশ এবং বিশ্বকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের আল-আমিন হয়ে উঠতে হবে।’

আজ ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। দিনটি ঘিরে 'রাসূলুল্লাহ( সা.)-এর জীবন ও কর্ম' শিরোনামে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিত পার্টি (এনসিপি)। আলোচনায় বাংলাদেশ এবং বিশ্বকে পরিবর্তন করতে হলে রসুল (স.)-এর মতো আল-আমিন বা সত্যবাদী হওয়ার কথা বলেছেন বক্তারা।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘মানব জীবনের পরতে পরতে যতগুলো ভূমিকার প্রয়োজন পড়ে, প্রতিটি ভূমিকার বিষয়েই আল্লাহর রাসুলের জীবনে আমরা আদর্শ খুঁজে পাই। আল্লাহর রাসূলের জীবনী অল্প কথায় আমরা শেষ করতে পারি না।’
আখতার হোসেন আরও বলেন, ‘আল্লাহর রাসূলের জীবনের রাজনৈতিকতা কেমন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তরুণ বয়সে তিনি যখন দেখেছেন, গোত্রে গোত্রে মারামারি-কাটাকাটি, তখন তিনি তাঁর বয়সী তরুণদের নিয়ে ‘হিলফুল ফুজুল’ নামে একটা সংগঠন তৈরি করলেন। সেই হিলফুল ফুজুলের মাধ্যমেই রাসুলের রাজনৈতিক জীবন শুরু বলে আমি মনে করি। যার মাধ্যমে তিনি গোত্রে গোত্রে দ্বন্দ্ব মীমাংসার উদ্যোগ নিয়েছেন। মানুষ যেন মানুষের ব্যাপারে শ্রদ্ধাশীল হয়, সে উদ্যোগ তিনি নিয়েছেন।’
আখতার আরও বলেন, ‘নবুওত পাওয়ার আগেই রাসুল সা. বিশ্বাসী বা আল-আমিন হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। যে কারণে মানুষ আল্লাহকে না দেখেও রাসুলকে বিশ্বাস করেছেন। তাই আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা যদি সত্যি বাংলাদেশ এবং বিশ্বকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের আল-আমিন হয়ে উঠতে হবে।’

‘রাজনীতি যাই করি কাকে ভোট দিবো তা নিয়ে এখনও সন্দিহান রয়েছি। ধরেন, আগে এখানে বিএনপির দুই জন প্রার্থী ছিল। এখন সেটা বাদ দিয়ে নতুন একজন আসছে। আবার স্বতন্ত্র যিনি আছেন তিনিও এই এলাকার সন্তান। জামায়াতের প্রার্থীও ভালো ভূমিকা রাখছে। এ কারণে সিদ্ধান্ত নিতে পারছি না।’
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করছে, এটি প্রতিরণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড না, বাংলাদেশের সংকট এখন অর্থনীতিকে চাঙ্গা করা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে কারও ঘাড়ে ভর করে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
৬ ঘণ্টা আগে
ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী সভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি।
৭ ঘণ্টা আগে