leadT1ad

বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় জমিয়ত, ছাড় পাবে ৪ আসন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিএনপির সংবাদ সম্মেলন। স্ট্রিম ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সমঝোতায় বিএনপি জমিয়তকে চারটি আসনে ছাড় দিচ্ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে অবস্থিত দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এসময় মির্জা ফখরুল সমঝোতায় আসা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বিএনপির সঙ্গে সমঝোতায় ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন জমিয়ত নেতারা। নীলফামারী-১ আসন থেকে নির্বাচন করবেন মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ -৪ আসন থেকে মাওলানা মনির হোসেন কাসেমী, সিলেট- ৪ আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন।

এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যেসব আসনে নির্বাচনী সমঝোতা হবে, সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না এবং সারা দেশে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না। বিএনপি সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও শুরুতে বিসমিল্লাহির রাহমানির রহিম ফিরিয়ে আনবে। কোরআন সুন্নাহ-বিরোধী কোনো আইন করবো না।’

সংবাদ সম্মেলনে জমিয়ত সভাপতি উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল। আমরা উনাদের তিন টার্ম দেখেছি, তাই আমরা তাদের ওপর আস্থা রেখেছি। এদেশের কল্যাণে আমাদের কাছে জাতীয়তাবাদী দল অন্যদলগুলোর চেয়ে ভালো। বিএনপির কাছে আমাদের আহ্বান থাকবে, তারা যেন ইসলামি অঙ্গনের কার্যক্রমকে আরও গতিশীল করে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত