leadT1ad

বিকেলে চূড়ান্ত প্রার্থী ঘোষণা ১১ দলের, শেষ মুহূর্তেও দ্বিধায় ইসলামী আন্দোলন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল। স্ট্রিম গ্রাফিক

নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ১১ দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে থাকবে কিনা, তা এখনও স্পষ্ট করেনি দলটি।

আজ সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমে বার্তা পাঠিয়ে ১১ দল সংবাদ সম্মেলন ডেকেছে। ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বার্তায় বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার লক্ষ্যে আজ বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।’

তবে এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে কিনা জানতে চাইলে দলটির যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ স্ট্রিমকে শুরুতে বলেন, ‘সমঝোতায় থাকা না থাকা নিয়ে আজকালের মধ্যেই আমাদের আমির পীর সাহেব চরমোনাই একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করবেন।’

তবে তিনি এ-ও জানান, ইসলামী আন্দোলনের ১১ দলে থাকা বা না থাকা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজ বুধবার দুপুরের পরে ইসলামী আন্দোলন নিজেদের মধ্যে একটি বৈঠক করবে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Ad 300x250

সম্পর্কিত