leadT1ad

ইসির আশ্বাসে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি স্থগিত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২৩: ৩৬
রাকিবুল ইসলাম রাকিব ঘেরাও কর্মসূচি স্থগিতের ঘোষণা দিচ্ছেন। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) আশ্বাসে ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।

ইসি দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় আপাতত কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে সংগঠনটি। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল সভাপতি।

রাকিবুল ইসলাম বলেন, ‘ইসি আমাদের তিনটি দাবির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। কেন্দ্রীয় সংসদের সঙ্গে আলোচনা করে আমরা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘যদি আবারও কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্রসংগঠন ইসিতে প্রবেশ করে মব তৈরি করে বা সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করে, তবে ছাত্রদল বসে থাকবে না। আমাদের বাধ্য করবেন না, হুংকার দেবেন না।’ এ সময় ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করার কথাও জানান তিনি।

এর আগে বিকেল সোয়া ৫টায় ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রদলের চার সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে অতিরিক্ত সচিব আন্দোলন স্থগিতের অনুরোধ জানান। জবাবে রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রদল চলে যাওয়ার পর অন্য দলের নেতারা এলে ইসি অবস্থান পাল্টে ফেলে।

উত্তরে আলী নেওয়াজ বলেন, ‘আপনারা পর্যবেক্ষণ করুন আমরা দাবি বাস্তবায়ন করি কি না। আপাতত আন্দোলন স্থগিত করুন।’ আলোচনার পর ছাত্রদল সভাপতি সহকর্মীদের সঙ্গে কথা বলে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।

গত রোববার (১৮ জানুয়ারি) সকালে তিন দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করে ছাত্রদল।

ছাত্রদলের তিন দাবির মধ্যে রয়েছে– পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচনপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিকে প্রশ্নবিদ্ধ করে।

বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব এবং হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

Ad 300x250

সম্পর্কিত