স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থ হওয়া এবং এর পরিণতিতে মৃত্যুর দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তাঁর শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২ বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন।’
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, ‘সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি (খালেদা জিয়া) কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ-বিদেশের চিকিৎসকদের মতে, পরবর্তীতে গৃহবন্দিত্বের ৪ বছর বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ায় তাঁর অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলশ্রুতিতে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজেয় নেত্রীকে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না।’
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর জন্যও শেখ হাসিনাকে দায়ী করা হয়। সেই প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, ২০১৫ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কোকো যখন প্রবাসে কার্যত বিনা চিকিৎসায় মারা যান, তখনও খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অন্তরীণ ছিলেন। স্বৈরাচারী সরকারের কারণে মা হয়েও সন্তানের শেষ যাত্রায় তিনি মুক্তভাবে অংশ নিতে পারেননি।
সারা দেশের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া আজ বিদায় নিচ্ছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘তিনি পেছনে রেখে গেলেন এক মহীয়সী নারী, এক সংগ্রামী রাজনীতিবিদ, এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ— যা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থ হওয়া এবং এর পরিণতিতে মৃত্যুর দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তাঁর শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২ বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন।’
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, ‘সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি (খালেদা জিয়া) কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ-বিদেশের চিকিৎসকদের মতে, পরবর্তীতে গৃহবন্দিত্বের ৪ বছর বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ায় তাঁর অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলশ্রুতিতে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজেয় নেত্রীকে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না।’
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর জন্যও শেখ হাসিনাকে দায়ী করা হয়। সেই প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, ২০১৫ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কোকো যখন প্রবাসে কার্যত বিনা চিকিৎসায় মারা যান, তখনও খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অন্তরীণ ছিলেন। স্বৈরাচারী সরকারের কারণে মা হয়েও সন্তানের শেষ যাত্রায় তিনি মুক্তভাবে অংশ নিতে পারেননি।
সারা দেশের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া আজ বিদায় নিচ্ছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘তিনি পেছনে রেখে গেলেন এক মহীয়সী নারী, এক সংগ্রামী রাজনীতিবিদ, এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ— যা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাঁর নির্বাচনী হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের মূল্য দেখিয়েছেন ৭৫ কোটি ৫ লাখ ৮৩ হাজার ১৪৩ টাকা।
৩৫ মিনিট আগে
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন নকিব আল মাহমুদ অর্ণব। বুধবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে দল থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।
৩৬ মিনিট আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।
১ ঘণ্টা আগে
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাসের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি স্বীকারোক্তি।
২ ঘণ্টা আগে