leadT1ad

জাইমা রহমানের বিড়ালের নামে ফেসবুক পেজ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

তারেক রহমানের সঙ্গে তাঁর মেয়ে জাইমা রহমানের প্রিয় বেড়াল জেবু। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঠিক কয়েক ঘণ্টা আগে সামাজিকমাধ্যম ফেসবুকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তাঁর পোষা বিড়াল ‘জেবু’। চালু করা হয়েছে ‘জেবু–দ্য ক্যাট’ নামের একটি ফেসবুক পেজ।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর লন্ডন থেকে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তারেক রহমান। তাদের সঙ্গে জেবুও ঢাকায় পৌঁছেছ।

সাইবেরিয়ান জাতের লোমশ বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা জাইমা রহমানের। পেজে প্রোফাইল পিকচার ও কাভার ফটোর পাশাপাশি একটি স্যাটায়ার ফটোকার্ড পোস্ট করা হয়েছে।

গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১ ২৫ মিনিটে করা ওই ফটোকার্ডে লেখা আছে, ‘কেমন আছো ফ্র্যান্স? কালকে দেখা হচ্ছে! সাথে নিয়ে আসছি তারেক রহমানকে।’

তারেক রহমানের সঙ্গেই বাংলাদেশে এসেছে বিড়াল জেবু। ছবি: বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে
তারেক রহমানের সঙ্গেই বাংলাদেশে এসেছে বিড়াল জেবু। ছবি: বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে

এরপর বৃহস্পতিবার সকাল ১১ টা ৭ মিনিটে একটি ফেসবুক পেজের রিল শেয়ার দিয়ে লেখা হয়, ‘অপেক্ষা থাকো বন্ধুরা’। রিলটিতে সোরা এআইয়ের তৈরি একটি ফুটেজ রয়েছে। যেখানে একদল বিড়াল প্যারেড করছে। বলা হচ্ছে, ‘জেবুকে রিসিভ করতে বিড়াল বাহিনী এয়ারপোর্টের দিকে’।

নতুন এই পেজ ইতোমধ্যে অনলাইনে বিড়ালপ্রেমীদের নজর কেড়েছে। অফিশিয়াল বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ।

চলতি বছরের শুরুর দিকে তারেক রহমানের মোবাইলফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এটি নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে। এরপর জেবুর আরও কিছু ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তার বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, ‘বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার হয়ে গেছে। আমরা সবাই এটাকে খুব ভালোবাসি এবং পছন্দ করি।’

Ad 300x250

সম্পর্কিত