নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বদলি দল হিসেবে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের পরও বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় শনিবার (২৪ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিকইনফো।
তাদের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এক চিঠির মাধ্যমে সংস্থার বোর্ড সদস্যদের জানান, বাংলাদেশ আইসিসির নীতিমালা মানছে না। ফলে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া কোনো উপায় নেই। ওই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়।
ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের দাবির মুখে গত ৩ জানুয়ারি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল থেকে বাদ দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ওই নির্দেশনা দিয়েছিল। এরপরই ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যুটি সামনে আসে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরে আইসিসিকে জানায়, ভারত একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিশ্বকাপের সময় পুরো দল ও সমর্থকদের কীভাবে নিরাপত্তা দেবে? তাই গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করে বিসিবি।
বিষয়টি নিয়ে পরে বিসিবি ও আইসিসির মধ্যে একাধিক মেইল চালাচালি হয়। আইসিসির কর্মকর্তারাও ঢাকায় এসে আলোচনা করেন। যদিও শেষপর্যন্ত আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশ সদস্য ভেন্যু বদলানোর বিপক্ষে রায় দেয়। এরপর বুধবার (২১ জানুয়ারি) সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় আইসিসি। তবে বৃহস্পতিবার বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় থাকার কথা জানায়।
ক্রিকবাজ ও ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে (১৪তম) এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে বেছে নিয়েছে আইসিসি। ইতোমধ্যে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। এখন ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের কলকাতায় খেলবে দলটি। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে।
এদিকে ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি এখন স্বাধীন ডিসপিউট রেজ্যুলেশন কমিটির (ডিআরসি) দ্বারস্থ হওয়ার কথা ভাবছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এরই মধ্যে আইসিসির বিরুদ্ধে দ্বৈতনীতির অভিযোগ এনেছেন।