জীবনের ভার বইতে থাকা এক কৃষকের শেষ দৌড়
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে গত রবিবার (২ নভেম্বর) রাত পৌনে ৯টার সেই দৃশ্যটি এখন কেবল একটি দুর্ঘটনা নয়, এটি জীবনের অনিবার্য সংগ্রামের এক মর্মান্তিক দলিল। দিন শেষে সামান্য রোজগারের আশায় ঘরে ফেরার যে তাড়া ছিল কৃষক জালাল উদ্দীনের, সেই তাড়া-ই কেড়ে নিল তাঁর জীবন।