গাছের কী অপরাধগাছের কি অপরাধ? প্রচারণার জন্য গাছে লোহা মারা কেন! প্রাণিকুলের বেঁচে থাকার প্রধান উপাদান গাছ। শুধু তাই নয় গাছেরও প্রাণ আছে, অনুভূতিশক্তি আছে। সড়কের পাশের গাছগুলোতে পেরেক ঠুকে লাগানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন।