
.png)

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াত, হেফাজত, জমিয়ত, খেলাফতসহ বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে প্রথম একক জাতীয় সমাবেশ আয়োজন করেছে। কিন্তু এই সমাবেশে অনুপস্থিত ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ও জামায়াতের একসময়ের জোটসঙ্গী বিএনপি।

জাতীয় সমাবেশে আবদুল্লাহ তাহের
যারা সংস্কার চান না তাদের তাদের মতলব আছে। সংস্কার নিয়ে কথা হলেই সবাই বলেন সংস্কার মানেন কিন্তু মিটিংয়ে বসলেই তাঁরা মানেন না। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দলটির নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ বক্তব্য দিয়েছেন।

মিছিলে অনেকের মাথায় বাঁধা ছিল কাপড়, অনেকের পরনে ছিল দলের প্রতীক দাঁড়িপাল্লা খচিত টি-শার্ট। কেউ কেউ বহন করছিলেন দলের পতাকা, কেউ কেউ বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা হাতেও এসেছিলেন। নেতাদের দাবি, দলটির ৭ দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতেই এই সমাবেশের আয়োজন।