leadT1ad

বিদেশি বিনিয়োগে গতি ফিরেছে: তৃতীয় প্রান্তিকে ২০০ শতাংশ প্রবৃদ্ধি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২৩: ৩২
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংগৃহীত ছবি

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বেড়েছে প্রায় ২০২ শতাংশ। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ৩১৫ দশমিক ০৯ মিলিয়ন ডলারে। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১০৪ দশমিক ৩৩ মিলিয়ন ডলার।

বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) হিসেবেও বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ সময়ে মোট নিট এফডিআই এসেছে ১ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আগের বছর একই সময়ে যা ছিল ৭৮০ মিলিয়ন ডলার। সে হিসাবে ৯ মাসে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৮০ শতাংশ।

এফডিআইয়ের সব উপাদানেই উন্নতি লক্ষ করা গেছে। ইক্যুইটি বিনিয়োগ ৩১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ১০১ দশমিক ১২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পুনঃবিনিয়োগকৃত আয় বা রিইনভেস্টেড আর্নিংস ১৯০ দশমিক ৭ শতাংশ বেড়ে ২১১ দশমিক ৪৭ মিলিয়ন ডলার হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও বিশ্বাসযোগ্য পাইপলাইন তৈরির ফলেই এই সাফল্য আসছে। টানা দুই প্রান্তিকের প্রবৃদ্ধি প্রমাণ করে বিনিয়োগকারীরা বাংলাদেশে আস্থা রাখছেন।

বিডা চেয়ারম্যান জানান, আসন্ন নির্বাচনের কারণে চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিনিয়োগ প্রবাহে কিছুটা ধীরগতি দেখা যেতে পারে। তবে নির্বাচন-পরবর্তী সময়ে বিনিয়োগে আবারও পূর্ণ গতি ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, বাস্তবায়িত বিনিয়োগের বাইরেও ২০২৫ সালের জন্য বিডার নিজস্ব পাইপলাইনে ইতিমধ্যে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত