leadT1ad

চট্টগ্রামে ‘কো-ফাউন্ডার বিডি’র উদ্যোক্তা সম্মেলন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯: ২৪
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘কো-ফাউন্ডার বিডি’ উদ্যোক্তা সেমিনার। ছবি: সংগৃহীত

ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসার প্রসার ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘কো-ফাউন্ডার বিডি’ উদ্যোক্তা সেমিনার।

রোববার (২৫ জানুয়ারি) নগরীর জামালখানের রয়েল আর্কিড ব্যাংকুয়েট হলে কিংস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অনলাইন, অফলাইন ও এফ-কমার্স উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ডিজিটাল মার্কেটিং, অনলাইন স্টোর সেটআপ ও ডেলিভারি সাপোর্টসহ আধুনিক ব্যবসা ব্যবস্থাপনার নানা কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিংস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ বিন মঞ্জুর বলেন, ‘কো-ফাউন্ডার বিডি’ একটি ‘ভেন্ডর অ্যাজ এ সার্ভিস’ প্ল্যাটফর্ম। এটি উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসা পরিচালনার বাস্তব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা আরও সংগঠিত ও টেকসইভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। প্রতিষ্ঠানের পরামর্শক মো. বোরহান পণ্য ব্র্যান্ডিং ও শক্তিশালী সেলস সাপোর্ট তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে কো-ফাউন্ডার বিডি-এর গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও আরএন্ডডি বিভাগের প্রতিনিধিরা তাদের কার্যক্রম উপস্থাপন করেন। অনুষ্ঠানে হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ওমর ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যাডমিন নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনার স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত