leadT1ad

দক্ষ ও ভবিষ্যৎ-সক্ষম ব্যাংকিং খাত গড়ার আহ্বান বিশেষজ্ঞদের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৯: ০৪
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) লোগো। ছবি: সংগৃহীত

ব্যাংকিং খাতকে আরও দক্ষ, নিরাপদ ও গ্রাহককেন্দ্রিক করতে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বিশিষ্ট বিশেষজ্ঞরা।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) প্রাঙ্গণে ‘জাতীয় প্রশিক্ষণ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ডিজিটাল রূপান্তরের এই সময়ে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিই প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থার প্রধান ভিত্তি বলে তাঁরা উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার বলেন, ব্যাংকিং খাতে বাসেল কাঠামো ও অ্যান্টি–মানি লন্ডারিংয়ের মতো আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে ধারাবাহিক প্রশিক্ষণ অপরিহার্য। এটি নিয়ন্ত্রক কাঠামো বজায় রাখা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে।

বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম জানান, ১ জানুয়ারি ২০২৬ থেকে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু হয়েছে এবং ২০২৭ সাল থেকে আইএফআরএস-৯ বাস্তবায়িত হবে। এসব পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যাংকারদের দক্ষতা ও অভিযোজনক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফিনটেক ও সাইবার নিরাপত্তার দ্রুত প্রসারের ফলে ব্যাংকিং ঝুঁকির ধরন পাল্টাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্লকচেইন ও রেগুলেটরি টেকনোলজি বিষয়ে কর্মকর্তাদের দক্ষ করে তোলা জরুরি। সিমুলেশনভিত্তিক শিক্ষা ও ই-লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রশিক্ষণকে আরও কার্যকর করার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, এনসিসি ব্যাংকের এমডি এম. শামসুল আরেফিন এবং ইসলামী ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত