স্ট্রিম প্রতিবেদক

অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিনিয়োগ ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়, আর সেই বিনিয়োগে দেশি-বিদেশি অংশীদারিত্ব অপরিহার্য।’
বুধবার (১৩ আগস্ট) বনানীর সেরাটন হোটেলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিটে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, ফলে বিনিয়োগকারীরা নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান বাংলাদেশ জনগণের প্রত্যাশা পূরণের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
টাকা ছাপিয়ে বা ঋণনির্ভর পথে না গিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে হবে। শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি অর্থায়নের পরিবেশ তৈরি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
সম্মেলনের আয়োজক ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড জানায়, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজারের স্থিতিশীলতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি নীতি সহায়তা নিশ্চিত করা জরুরি। আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে ‘এমার্জিং ফ্রন্টিয়ার মার্কেট’ হিসেবে বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে অবস্থান করছে, যা সঠিক পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসি’র চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।
প্রথমার্ধের সমাপনীতে অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড-এর চেয়ারপার্সন ফাহিমা চৌধুরী। সেশনটি পরিচালনা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম।

অর্থনীতিকে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিনিয়োগ ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়, আর সেই বিনিয়োগে দেশি-বিদেশি অংশীদারিত্ব অপরিহার্য।’
বুধবার (১৩ আগস্ট) বনানীর সেরাটন হোটেলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিটে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘দেশে-বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, ফলে বিনিয়োগকারীরা নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান বাংলাদেশ জনগণের প্রত্যাশা পূরণের জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
টাকা ছাপিয়ে বা ঋণনির্ভর পথে না গিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে হবে। শেয়ারবাজারের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি অর্থায়নের পরিবেশ তৈরি সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
সম্মেলনের আয়োজক ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড জানায়, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজারের স্থিতিশীলতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি নীতি সহায়তা নিশ্চিত করা জরুরি। আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে ‘এমার্জিং ফ্রন্টিয়ার মার্কেট’ হিসেবে বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে অবস্থান করছে, যা সঠিক পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসি’র চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।
প্রথমার্ধের সমাপনীতে অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড-এর চেয়ারপার্সন ফাহিমা চৌধুরী। সেশনটি পরিচালনা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম।

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় মেলা ‘গালফফুড-২০২৬’-এ বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দুবাইয়ে আয়োজিত এই মেলায় দেশীয় প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিপণন চলছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এই জোন গড়ে তোলা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে
ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন ।
১০ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে দেশের ইতিহাসে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।
১ দিন আগে