বাজেট প্রতিক্রিয়া
স্ট্রিম ডেস্ক

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল ও বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার ঘোষিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি আগের বছরের তুলনায় কিছুটা কম। বাজেট ঘোষণার পর বিভিন্ন মহল থেকে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে এটি বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে, আবার কেউ কেউ বলছেন এতে সাধারণ মানুষের চাপ কমার তেমন সুযোগ নেই।
ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট হয়নি: ডিসিসিআই
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব নয় বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
গতকাল সোমবার সন্ধ্যায় প্রস্তাবিত বাজেটের ওপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিসিসিআইয়ের সভাপতি তাসকীন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ন্যূনতম করের সমন্বয় ও অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালুর মতো ইতিবাচক পদক্ষেপ রয়েছে। তবে বিনিয়োগ সম্প্রসারণ, সহজে ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং ব্যাংকিং খাত সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সার্বিক ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে (এই বাজেট) ততটা সহায়ক নয়।
স্টার্টআপ খাতে ১ শ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগকে ইতিবাচক মনে করলেও, অনলাইন ব্যবসার লেনদেনে শুল্ক ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করায় নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন তিনি।
বাজেট সময়োপযোগী ও বাস্তবমুখী: বিজিএমইএ
আসন্ন বাজেটকে ‘সময়োপযোগী, বাস্তবমুখী ও শিল্প সহায়ক’ আখ্যা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বাজেট ঘোষণার পর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে উদ্ভূত নতুন বাস্তবতায় বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান, চতুর্থ শিল্পবিপ্লব এবং এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটের অঙ্গীকার প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমদানি-রপ্তানি ও বন্ড ব্যবস্থায় পরিবর্তনের উদ্দেশ্যে সংশোধনী আনার কারণে পোশাক রপ্তানি ব্যবসা আরও সহজ ও গতিশীল হবে।
কালো টাকা সাদা করার সুযোগ সংস্কার চেতনার বিরোধী: টিআইবি
প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত। একে বৈষম্যমূলক, সংবিধানবিরোধী ও অনৈতিক পদক্ষেপ বলেও দাবি করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, রাষ্ট্র সংস্কার–বিশেষ করে দুর্নীতিবিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেইসাথে, দুর্নীতিকে উৎসাহ দিয়ে আবাসন ব্যবসায়ী গোষ্ঠীর ক্ষমতার কাছে আত্মসমর্পণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব আদায় বাড়াতে কীভাবে ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, সেটি বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি।
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে উন্নয়ন বরাদ্দ কমানো উদ্বেগজনক: সিপিডি
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, বাজেটে কিছু ভালো উদ্যোগ থাকলেও সামগ্রিক কাঠামোগত পরিবর্তন দেখা যাচ্ছে না। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ কথা বলেন।
ফাহমিদা খাতুন বলেন, উন্নয়ন বাজেটের আকার এবার ছোট করা হয়েছে। তবে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে উন্নয়ন ব্যয় কমানো উদ্বেগজনক।
অপ্রদর্শিত আয় (কালোটাকা) বৈধ করার সুযোগ রাখায় এ বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ জুলাই আন্দোলনের বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী।
পুঁজিবাজার উপযোগী বাজেট: ডিএসই
আসন্ন বাজেটে পুঁজিবাজার সহায়ক নীতিমালা গ্রহণ করায় অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মমিনুল ইসলাম বলেন, এ বাজেট পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারের টেকসই উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
মমিনুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে প্রণোদনা ও সহায়তা দিলে বাজার আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, সংসদ না থাকায় এবারের বাজেট নিয়ে কোনো সংসদীয় বিতর্ক হবে না। নাগরিকদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত বাজেট প্রণীত হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল ও বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার ঘোষিত বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি আগের বছরের তুলনায় কিছুটা কম। বাজেট ঘোষণার পর বিভিন্ন মহল থেকে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে এটি বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে, আবার কেউ কেউ বলছেন এতে সাধারণ মানুষের চাপ কমার তেমন সুযোগ নেই।
ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট হয়নি: ডিসিসিআই
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব নয় বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
গতকাল সোমবার সন্ধ্যায় প্রস্তাবিত বাজেটের ওপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিসিসিআইয়ের সভাপতি তাসকীন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ন্যূনতম করের সমন্বয় ও অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালুর মতো ইতিবাচক পদক্ষেপ রয়েছে। তবে বিনিয়োগ সম্প্রসারণ, সহজে ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং ব্যাংকিং খাত সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সার্বিক ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে (এই বাজেট) ততটা সহায়ক নয়।
স্টার্টআপ খাতে ১ শ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগকে ইতিবাচক মনে করলেও, অনলাইন ব্যবসার লেনদেনে শুল্ক ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করায় নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন তিনি।
বাজেট সময়োপযোগী ও বাস্তবমুখী: বিজিএমইএ
আসন্ন বাজেটকে ‘সময়োপযোগী, বাস্তবমুখী ও শিল্প সহায়ক’ আখ্যা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বাজেট ঘোষণার পর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে উদ্ভূত নতুন বাস্তবতায় বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান, চতুর্থ শিল্পবিপ্লব এবং এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটের অঙ্গীকার প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমদানি-রপ্তানি ও বন্ড ব্যবস্থায় পরিবর্তনের উদ্দেশ্যে সংশোধনী আনার কারণে পোশাক রপ্তানি ব্যবসা আরও সহজ ও গতিশীল হবে।
কালো টাকা সাদা করার সুযোগ সংস্কার চেতনার বিরোধী: টিআইবি
প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত। একে বৈষম্যমূলক, সংবিধানবিরোধী ও অনৈতিক পদক্ষেপ বলেও দাবি করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, রাষ্ট্র সংস্কার–বিশেষ করে দুর্নীতিবিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেইসাথে, দুর্নীতিকে উৎসাহ দিয়ে আবাসন ব্যবসায়ী গোষ্ঠীর ক্ষমতার কাছে আত্মসমর্পণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব আদায় বাড়াতে কীভাবে ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, সেটি বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি।
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে উন্নয়ন বরাদ্দ কমানো উদ্বেগজনক: সিপিডি
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, বাজেটে কিছু ভালো উদ্যোগ থাকলেও সামগ্রিক কাঠামোগত পরিবর্তন দেখা যাচ্ছে না। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ কথা বলেন।
ফাহমিদা খাতুন বলেন, উন্নয়ন বাজেটের আকার এবার ছোট করা হয়েছে। তবে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে উন্নয়ন ব্যয় কমানো উদ্বেগজনক।
অপ্রদর্শিত আয় (কালোটাকা) বৈধ করার সুযোগ রাখায় এ বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ জুলাই আন্দোলনের বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থী।
পুঁজিবাজার উপযোগী বাজেট: ডিএসই
আসন্ন বাজেটে পুঁজিবাজার সহায়ক নীতিমালা গ্রহণ করায় অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মমিনুল ইসলাম বলেন, এ বাজেট পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারের টেকসই উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
মমিনুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে প্রণোদনা ও সহায়তা দিলে বাজার আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, সংসদ না থাকায় এবারের বাজেট নিয়ে কোনো সংসদীয় বিতর্ক হবে না। নাগরিকদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত বাজেট প্রণীত হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে।

মুখে অস্বীকার করলেও বেসরকারি ইসলামী ব্যাংকের গঠন থেকে পরিচালন সবক্ষেত্রে রয়েছে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা কীভাবে দলটির প্রার্থীর পক্ষে কাজ করবেন, তার একটি ভিডিও ফাঁস হওয়ার পর প্রসঙ্গটি আবার সামনে এসেছে।
৫ ঘণ্টা আগে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ৩০ মেট্রিক টন পেঁয়াজ বোঝাই একটি ভারতীয় ট্রাক বন্দর অভ্যন্তরে প্রবেশ করে।
১৮ ঘণ্টা আগে
প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। খোলা এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৭ টাকা। দুই ধরনের তেল মিলে ১৩ টাকা বেড়েছে।
১ দিন আগে
নভেম্বরে খাদ্যপণ্যের দাম অক্টোবরের তুলনায় ১ দশমিক ৮৮ শতাংশ কমেছে। তবে খাদ্যবহির্ভুত পণ্যের দাম অক্টোবরের তুলনায় নভেম্বরে বেড়েছে দশমিক দশমিক ৯১ শতাংশ। আর সার্বিক মূল্যস্ফীতি অক্টোবরের তুলনায় দশমিক ৩৯ শতাংশ কমেছে।
১ দিন আগে