স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে প্রবাসীরা দেশে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস সেপ্টেম্বরের চেয়ে প্রায় ১২ কোটি ২০ লাখ ডলার কম। তবে এই আয় ২০২৪ সালের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ডলার বেশি।
সব মিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
বরাবরের মতোই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা প্রায় ৫৯ কোটি ডলার পাঠিয়েছেন। অন্যদিকে, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ প্রায় ২৬ কোটি ডলার।
তবে অক্টোবর মাসে বেশ কয়েকটি ব্যাংক কোনো রেমিট্যান্স আকর্ষণ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিট্যান্স আগের মাসের (সেপ্টেম্বর) তুলনায় কিছুটা কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অক্টোবরে প্রবাসীরা দেশে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাস সেপ্টেম্বরের চেয়ে প্রায় ১২ কোটি ২০ লাখ ডলার কম। তবে এই আয় ২০২৪ সালের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ডলার বেশি।
সব মিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
বরাবরের মতোই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা প্রায় ৫৯ কোটি ডলার পাঠিয়েছেন। অন্যদিকে, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ প্রায় ২৬ কোটি ডলার।
তবে অক্টোবর মাসে বেশ কয়েকটি ব্যাংক কোনো রেমিট্যান্স আকর্ষণ করতে পারেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

মুখে অস্বীকার করলেও বেসরকারি ইসলামী ব্যাংকের গঠন থেকে পরিচালন সবক্ষেত্রে রয়েছে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা কীভাবে দলটির প্রার্থীর পক্ষে কাজ করবেন, তার একটি ভিডিও ফাঁস হওয়ার পর প্রসঙ্গটি আবার সামনে এসেছে।
৪ ঘণ্টা আগে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ৩০ মেট্রিক টন পেঁয়াজ বোঝাই একটি ভারতীয় ট্রাক বন্দর অভ্যন্তরে প্রবেশ করে।
১৭ ঘণ্টা আগে
প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। খোলা এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৭ টাকা। দুই ধরনের তেল মিলে ১৩ টাকা বেড়েছে।
১ দিন আগে
নভেম্বরে খাদ্যপণ্যের দাম অক্টোবরের তুলনায় ১ দশমিক ৮৮ শতাংশ কমেছে। তবে খাদ্যবহির্ভুত পণ্যের দাম অক্টোবরের তুলনায় নভেম্বরে বেড়েছে দশমিক দশমিক ৯১ শতাংশ। আর সার্বিক মূল্যস্ফীতি অক্টোবরের তুলনায় দশমিক ৩৯ শতাংশ কমেছে।
১ দিন আগে