leadT1ad

বন্ড ব্যবস্থাপনা আধুনিকায়ন: এনবিআর ও বিজিএমইএ’র সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২২: ১৪
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সংগৃহীত

তৈরি পোশাক খাতের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে বন্ড ব্যবস্থাপনায় বড় ধরনের আধুনিকায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১১ জানুয়ারি) সংস্থাটির ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমের সঙ্গে বিজিএমইএ-এর ‘ই-ইউডি’ পদ্ধতির আনুষ্ঠানিক আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এনবিআর-এর জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতদিন ইউডি যাচাইয়ের জন্য ম্যানুয়াল পদ্ধতি ও বিজিএমইএ-এর নিজস্ব সিস্টেমের ওপর নির্ভর করতে হতো। এতে শুল্কায়ন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টির পাশাপাশি পণ্য খালাসে দীর্ঘসূত্রতা দেখা দিত। নতুন এই আন্তঃসংযোগের ফলে এখন থেকে ইউডি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক হবে।

এনবিআর জানায়, এই উদ্যোগের ফলে বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রপ্তানি পণ্যের শুল্কায়ন অনেক দ্রুত ও কার্যকর হবে। এতে কাগজপত্রের ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমবে। একই সঙ্গে নিশ্চিত হবে রাজস্ব সুরক্ষা ও স্বচ্ছতা। মূলত যাচাই-বাছাই প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করে আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করাই এর লক্ষ্য।

পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে ই-ইউডি রাইট-অফ কার্যক্রমও শুরু হবে। এনবিআর ও বিজিএমইএ-এর যৌথ এই উদ্যোগকে দেশে ‘পেপারলেস কাস্টমস’ বা কাগজবিহীন শুল্ক ব্যবস্থা প্রবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত