leadT1ad

বইয়ের গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২৩: ৩১
অনুষ্ঠানে অংশ অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদপত্র ও টি-শার্ট প্রদান করা হয়। ছবি: সংগৃহীত

শিশুদের কল্পনার মহাকাশকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিতে এবং মহাকাশ বিজ্ঞানে আগ্রহী করে তুলতে ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘নাসা অ্যাস্ট্রো ক্যাম্প–৩’।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইপিলিয়ন গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। পুরো কার্যক্রম পরিচালনা করেন নাসা থেকে সরাসরি প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফাইড ফ্যাসিলিটেটররা।

ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে-কলমে নানা বৈজ্ঞানিক কার্যক্রমে যুক্ত হয়। এর মধ্যে ছিল ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) প্রযুক্তির মাধ্যমে মহাকাশ ভ্রমণ, মঙ্গল গ্রহে অবতরণের জন্য ‘মার্স ল্যান্ডার’ মডেল তৈরি, মহাকাশে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া এবং স্পেস এয়ার ফিল্টার তৈরি।

ক্যাম্পে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাজধানীর এজি চার্চ স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামরীন সাবা নোমান বলে, ‘এই ক্যাম্পে এসে অনেক কিছু শিখতে পেরেছি, যেগুলো এতদিন শুধু বইয়ে পড়েছি। মনে হচ্ছিল সত্যিই মঙ্গল গ্রহে যাচ্ছি।’

শিক্ষার্থীরা হাতে-কলমে নানান বৈজ্ঞানিক কার্যক্রমে যুক্ত হন। ছবি: সংগৃহীত
শিক্ষার্থীরা হাতে-কলমে নানান বৈজ্ঞানিক কার্যক্রমে যুক্ত হন। ছবি: সংগৃহীত

অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর অভিভাবক তুহিনা তানজুম ইতি বলেন, আগে মহাকাশ নিয়ে শেখা কেবল বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন সন্তানেরা হাতে-কলমে শিখছে, যা তাদের সৃজনশীলতা বিকাশে বড় ভূমিকা রাখবে।

ইভেন্ট আয়োজন প্রসঙ্গে নাসা অ্যাস্ট্রো ক্যাম্প সাইট পার্টনার বাংলাদেশের ডিরেক্টর নাজমুল আহসান স্বরূপ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মহাকাশ বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে শিশুদের কাছে সহজ ও আনন্দদায়ক করে উপস্থাপন করা। নাসা এসিসিপি-এর অফিশিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন বিশ্বমানের মডিউলে শেখার সুযোগ পাচ্ছে।‘

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে নাসা থেকে পাঠানো সনদপত্র ও বিশেষ টি-শার্ট প্রদান করা হয়। এর আগে দেশে আরও দুটি নাসা অ্যাস্ট্রো ক্যাম্প সফলভাবে আয়োজন করা হয়েছিল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত